# বেঙ্গালুরু: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজের শেষ ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হবে৷ টি টোয়েন্টি সিরিজ এই মুহূর্তে ২-২ তে রয়েছে৷ যার মধ্যে প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচে হারের পর একেবারে জবরদস্ত সিরিজে ফিরে ভারত সিরিজ ২-২ করেছে৷ পঞ্চম তথা শেষ টি টোয়েন্টি ম্যাচে যে দল জিতবে সিরিজ তার হবে৷ এই সিরিজের আগে হঠাৎ করেই চোটের কারণে কেএল রাহুলকে সরে দাঁড়াতে হয় এবং তারপরে দায়িত্ব যায় তরুণ তুর্কি ঋষভ পন্থের কাছে৷ তাই আজ পন্থের সামনে ইতিহাস গড়ার হাতছানি তাঁর সামনে৷
পরপর দুটি ম্যাচে জিতে টিম ইন্ডিয়া -র পাল্টা মার অনেকটাই দলের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে৷ ঋষভ পন্থ যদি সিরিজ জেতেন তাহলে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই সিরিজ জেতার সুযোগ পাবেন৷ দক্ষিণ আফ্রিকা ভারত সফরে নিজেদের সেরা দল পাঠিয়েছে আর ভারতীয় দল পুরোটাই তরুণ মুখে ভর্তি৷
আরও পড়ুন - Bollywood Viral Video: সঙ্গী হাঁটুর বয়সী পুরুষ! গাড়ির ছাদে বলিউডি গানে নাচ নীতুর, কী বলতেন ঋষি কাপুরঋষভ পন্থের ব্যাটিংয়ের ওপর নজর রাখতে হবে
ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকা সিরিজে এখনও অবধি তিনি ফ্লপ৷ তিনি এখনও অবধি মোট ৫৭ রান করেছেন৷ এর আগে আইপিএল ২০২২ এ একটিও অর্ধশতরান করে উঠতে পারেননি৷ টি টোয়েন্টি বিশ্বকাপ সামনেই তার আগে পন্থের ফর্মে ফেরাটা খুবই জরুরি৷
ভারতীয় দলের প্লেয়িং ইলেভেনে বদলের সম্ভবনা কম
প্রধান কোচ রাহুল দ্রাবিড় প্রথম দুই ম্যাটে হারের পরেও ক্রিকেটারদের ওপর ভরসা রাখেন৷ আবেশ খান প্রথম তিন ম্যাচে একটিও উইকেট না পাওয়ার পরেও চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে খেলেন৷ সেখানে তিনি চার উইকেট নেন আর কোচের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেছেন৷
বেঙ্গালুরুতে ভারতীয় দলের রেকর্ড ভাল নয়
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এখনও অবধি ৮ টি টি টোয়েন্টি ম্যাচ হয়েছে৷ ভারত যেখানে পাঁচটি ম্যাচ খেলে তিনবার হেরেছে৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ এখানে ২০১৯ এ খেলা হয়েছে৷ তখন দক্ষিণ আফ্রিকা ভারতকে ৯ উইকেটে হারিয়েছিল৷ বেঙ্গালুরুর এই ময়দান ছোট হওয়ায় খুবই চার ও ছক্কা হয়৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: IND vs SA, Indian Cricket Team