IND vs SA: পন্থের সামনে ইতিহাস গড়ার হাতছানি, বেঙ্গালুরুতে কি হবে বাজিমাত
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ভারত যেখানে পাঁচটি ম্যাচ খেলে তিনবার হেরেছে৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ এখানে ২০১৯ এ খেলা হয়েছে৷ তখন দক্ষিণ আফ্রিকা ভারতকে ৯ উইকেটে হারিয়েছিল৷
# বেঙ্গালুরু: ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজের শেষ ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হবে৷ টি টোয়েন্টি সিরিজ এই মুহূর্তে ২-২ তে রয়েছে৷ যার মধ্যে প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচে হারের পর একেবারে জবরদস্ত সিরিজে ফিরে ভারত সিরিজ ২-২ করেছে৷ পঞ্চম তথা শেষ টি টোয়েন্টি ম্যাচে যে দল জিতবে সিরিজ তার হবে৷ এই সিরিজের আগে হঠাৎ করেই চোটের কারণে কেএল রাহুলকে সরে দাঁড়াতে হয় এবং তারপরে দায়িত্ব যায় তরুণ তুর্কি ঋষভ পন্থের কাছে৷ তাই আজ পন্থের সামনে ইতিহাস গড়ার হাতছানি তাঁর সামনে৷
পরপর দুটি ম্যাচে জিতে টিম ইন্ডিয়া -র পাল্টা মার অনেকটাই দলের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে৷ ঋষভ পন্থ যদি সিরিজ জেতেন তাহলে অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই সিরিজ জেতার সুযোগ পাবেন৷ দক্ষিণ আফ্রিকা ভারত সফরে নিজেদের সেরা দল পাঠিয়েছে আর ভারতীয় দল পুরোটাই তরুণ মুখে ভর্তি৷
আরও পড়ুন - Bollywood Viral Video: সঙ্গী হাঁটুর বয়সী পুরুষ! গাড়ির ছাদে বলিউডি গানে নাচ নীতুর, কী বলতেন ঋষি কাপুর
advertisement
advertisement
ঋষভ পন্থের ব্যাটিংয়ের ওপর নজর রাখতে হবে
ক্রিকেটার হিসেবে দক্ষিণ আফ্রিকা সিরিজে এখনও অবধি তিনি ফ্লপ৷ তিনি এখনও অবধি মোট ৫৭ রান করেছেন৷ এর আগে আইপিএল ২০২২ এ একটিও অর্ধশতরান করে উঠতে পারেননি৷ টি টোয়েন্টি বিশ্বকাপ সামনেই তার আগে পন্থের ফর্মে ফেরাটা খুবই জরুরি৷
ভারতীয় দলের প্লেয়িং ইলেভেনে বদলের সম্ভবনা কম
প্রধান কোচ রাহুল দ্রাবিড় প্রথম দুই ম্যাটে হারের পরেও ক্রিকেটারদের ওপর ভরসা রাখেন৷ আবেশ খান প্রথম তিন ম্যাচে একটিও উইকেট না পাওয়ার পরেও চতুর্থ টি টোয়েন্টি ম্যাচে খেলেন৷ সেখানে তিনি চার উইকেট নেন আর কোচের সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেছেন৷
advertisement
বেঙ্গালুরুতে ভারতীয় দলের রেকর্ড ভাল নয়
বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এখনও অবধি ৮ টি টি টোয়েন্টি ম্যাচ হয়েছে৷ ভারত যেখানে পাঁচটি ম্যাচ খেলে তিনবার হেরেছে৷ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ এখানে ২০১৯ এ খেলা হয়েছে৷ তখন দক্ষিণ আফ্রিকা ভারতকে ৯ উইকেটে হারিয়েছিল৷ বেঙ্গালুরুর এই ময়দান ছোট হওয়ায় খুবই চার ও ছক্কা হয়৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2022 12:22 PM IST