Bollywood Viral Video: সঙ্গী হাঁটুর বয়সী পুরুষ! গাড়ির ছাদে বলিউডি গানে নাচ নীতুর, কী বলতেন ঋষি কাপুর
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
এক ফ্যান লিখেছেন, ‘‘বাধা ভাঙো, নদির মতো বয়ে যাও. এখন আপনার জন্য কোনও নিষেধ নেই নীতু ম্যাম!!’’
#মুম্বই: দিওয়ার, ইয়ারানা, দো দুনি চার, ইয়াদো কা বরাত, অমর আকবর অ্যান্টনি, খেল খেল মে -বলিউডে সত্তরের দশকের শেষের দিকে একের পর এক হিট সিনেমার দুষ্টু মিষ্টি অভিনেত্রী নীতু কাপুর (Neetu Kapoor)৷ প্রায় ন বছরের লম্বা ব্রেকের পর একবার ফের বড় পর্দায় ফিরছেন৷ আর সেটায় তিনি ধামাল মাচাবেন৷ অনিল কাপুর, কিয়ারা আদবানি. বরুণ ধাওয়ান, মনীষ পাল সঙ্গে তিনি ‘যুগ যুগ জিও’ (JugJugg Jeeyo) ছবিতে সিলভার স্ক্রিনে আসবেন৷ এই ছবির প্রমোশনের জন্য তিনি জোরকদমে ব্যস্ত৷ ডান্স রিয়েলিটি শো ডান্স কে দিওয়ানে জুনিয়ার্সে তিনি বিচারকের আসনে রয়েছেন৷ সেখানে ফিল্মের প্রমোশনের জন্য পুরো স্টারকাস্ট পৌঁছয়৷
নীতু কাপুর (Neetu Kapoor) ডান্স কে দিওয়ানে জুনিয়ার্সের সেটে শাম্মি কাপুরের হিট গানে গাড়ির ছাদে জবরদস্ত নাচ করেন৷ যা দেখে দর্শকরা অবাক৷ তিনি আরেক বিচারক মর্জি পেস্তানজি -র সঙ্গে ডান্স করেন৷
দেখে নিন সুপার ভাইরাল ভিডিও৷
advertisement
advertisement
ভিডিওতে আপনি দেখতে পাবেন নীতু ও মর্জি দুজনে গাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছেন, গানের সুর বাজতেই শুরু হয়ে গেল ধামাল -কামাল নাচ৷ দুজনে মহম্মদ রফির সুপারহিট গান ‘ও হাসিনা জুলফেবালি জানে জাঁহা’ গানের সুরে নাচছেন৷
আরও পড়ুন -Indian Railways: অগ্নিপথে অগ্নিগর্ভ, দালালদের পোয়াবারো, বাড়ি ফিরতে চেয়ে অসহায় মানুষের দুর্ভোগ
advertisement
এই গানটি ১৯৬৬-র তিসরি মঞ্জিল ছবির৷ যেখানে শাম্মি কাপুর এবং হেলেন দারুণ পারফর্ম করেছিলেন৷ ভিডিওতে দারুণ নাচছেন ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর৷
নীতু কাপুরের নাচের বলিউডের ভাইরাল ভিডিও দেখে এক ফ্যান লিখেছেন, ‘‘বাধা ভাঙো, নদির মতো বয়ে যাও. এখন আপনার জন্য কোনও নিষেধ নেই নীতু ম্যাম!!’’ আরেক ফ্যান লিখেছেন. ‘‘খুব ভাল , খুব সুন্দর, ডান্সিং কিং ও ডান্সিং কুইন’’, আবার এক ফ্যান লিখেছেন ‘‘নীতুজি আপনাক নাচ অনেক অন্যদের প্রেরণা দেবে৷’’ এই সময়ে অনেকেই ঋষি কাপুরের কথাও মনে করেছেন৷ কেউ লিখেছেন ‘‘মর্জির জায়গায় যদি ঋষি কাপুর হতো তাহলে মজা হত৷’’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 19, 2022 11:19 AM IST