Bollywood Viral Video: সঙ্গী হাঁটুর বয়সী পুরুষ! গাড়ির ছাদে বলিউডি গানে নাচ নীতুর, কী বলতেন ঋষি কাপুর

Last Updated:

এক ফ্যান লিখেছেন, ‘‘বাধা ভাঙো, নদির মতো বয়ে যাও. এখন আপনার জন্য কোনও নিষেধ নেই নীতু ম্যাম!!’’

Bollywood Viral Video: Neetu Kapoor dances on o haseena zulfonwali song
Bollywood Viral Video: Neetu Kapoor dances on o haseena zulfonwali song
#মুম্বই: দিওয়ার, ইয়ারানা, দো দুনি চার, ইয়াদো কা বরাত, অমর আকবর অ্যান্টনি, খেল খেল মে -বলিউডে সত্তরের দশকের শেষের দিকে একের পর এক হিট সিনেমার দুষ্টু  মিষ্টি অভিনেত্রী নীতু কাপুর (Neetu Kapoor)৷ প্রায় ন বছরের লম্বা ব্রেকের পর একবার ফের বড় পর্দায় ফিরছেন৷ আর সেটায় তিনি ধামাল মাচাবেন৷ অনিল কাপুর, কিয়ারা আদবানি. বরুণ ধাওয়ান, মনীষ পাল সঙ্গে তিনি ‘যুগ যুগ জিও’ (JugJugg Jeeyo) ছবিতে সিলভার স্ক্রিনে আসবেন৷ এই ছবির প্রমোশনের জন্য তিনি জোরকদমে ব্যস্ত৷ ডান্স রিয়েলিটি শো ডান্স কে দিওয়ানে জুনিয়ার্সে তিনি বিচারকের আসনে রয়েছেন৷ সেখানে ফিল্মের প্রমোশনের জন্য পুরো স্টারকাস্ট পৌঁছয়৷
নীতু কাপুর (Neetu Kapoor) ডান্স কে দিওয়ানে জুনিয়ার্সের সেটে শাম্মি কাপুরের হিট গানে গাড়ির ছাদে জবরদস্ত নাচ করেন৷ যা দেখে দর্শকরা অবাক৷ তিনি আরেক বিচারক মর্জি পেস্তানজি -র সঙ্গে ডান্স করেন৷
দেখে নিন সুপার ভাইরাল ভিডিও৷
advertisement
View this post on Instagram

A post shared by ColorsTV (@colorstv)

advertisement
ভিডিওতে আপনি দেখতে পাবেন নীতু ও মর্জি দুজনে গাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছেন, গানের সুর বাজতেই শুরু হয়ে গেল ধামাল -কামাল নাচ৷ দুজনে মহম্মদ রফির সুপারহিট গান ‘ও হাসিনা জুলফেবালি জানে জাঁহা’ গানের সুরে নাচছেন৷
advertisement
এই গানটি ১৯৬৬-র তিসরি মঞ্জিল ছবির৷ যেখানে শাম্মি কাপুর এবং হেলেন দারুণ পারফর্ম করেছিলেন৷ ভিডিওতে দারুণ নাচছেন ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর৷
নীতু কাপুরের নাচের বলিউডের ভাইরাল ভিডিও দেখে এক ফ্যান লিখেছেন, ‘‘বাধা ভাঙো, নদির মতো বয়ে যাও. এখন আপনার জন্য কোনও নিষেধ নেই নীতু ম্যাম!!’’ আরেক ফ্যান লিখেছেন. ‘‘খুব ভাল , খুব সুন্দর, ডান্সিং কিং ও ডান্সিং কুইন’’, আবার এক ফ্যান লিখেছেন ‘‘নীতুজি আপনাক নাচ অনেক অন্যদের প্রেরণা দেবে৷’’ এই সময়ে অনেকেই ঋষি কাপুরের কথাও মনে করেছেন৷ কেউ লিখেছেন ‘‘মর্জির জায়গায় যদি ঋষি কাপুর হতো তাহলে মজা হত৷’’
বাংলা খবর/ খবর/বিনোদন/
Bollywood Viral Video: সঙ্গী হাঁটুর বয়সী পুরুষ! গাড়ির ছাদে বলিউডি গানে নাচ নীতুর, কী বলতেন ঋষি কাপুর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement