সুযোগ পেলেন ঋষভ পন্থ, সুযোগ এল ঋদ্ধিমান সাহারও

Last Updated:
#নয়াদিল্লি : চোটের কারণে ভারতীয় দল থেকে বাদ গিয়েছিলেন ঋদ্ধিমান সাহা ৷ তিনি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ দলে সুযোগ পেলেও খেলার সুযোগ খুব একটা হয়নি ৷ যখন বিশ্বকাপের জন্য ভারতীয় ১৫ জন ক্রিকেটার অনুশীলন করেছেন তখন শিকে ছিঁড়ল ঋদ্ধির ৷ এদিকে ঋষভ পন্থও বিশ্বকাপের প্লেনের টিকিট না পেলেও তিনিও থাকবেন ক্রিকেটেই ৷
ইশান কিষাণের নেতৃত্বে শক্তিশালী ভারতীয় এ দল দুটি চারদিনের ম্যাচ খেলেব ওয়েস্টইন্জিজ এ দলের বিরুদ্ধে ৷ অন্য পঞ্চাশ ওভারের দলের অধিনায়ক হলেন প্রিয়াঙ্ক পাঞ্চাল ৷
চারদিন বা একদিনের এই দলগুলিতে একাধিক তরুণ ক্রিকেটাররা ভাগ্য পরীক্ষা করে নিতে পারবেন ৷ যাতে রয়েছেন শুভমান গিল , শিভম দুবে, দীপক হুডা, শ্রেয়স গোপালরা ৷ ২৫ মে বেলগাঁওতে এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলা হবে ৷  ১ জুন  দ্বিতীয় খেলা হবে হুবলীতে ৷
advertisement
advertisement
 ভারতীয় এ দল যেটা খেলবে ওয়েস্টইন্ডিজের এ দলের বিরুদ্ধে সেই দলেই রয়েছেন ঋষভ পন্থ ৷ সেই দলটি এরকম মণীষ পান্ডে, মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, শুভমান গিল, শ্রেয়স আইয়ার, হুনমা বিহারী, ঋষভ পন্থ, রাহুল চাহার, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, ক্রুনাল পান্ডিয়া, দীপক চাহার, নভদীপ সাইনি, খলিল আহমেদ, আভেশ খান ৷
advertisement
আর ঋদ্ধিমান সাহা যে দলে খেলবেন সেই দলে রয়েছে  শ্রেয়স আইয়ার, প্রিয়াঙ্ক পাঞ্চাল,অভিমণ্যু ইশ্বরণ,শুভমান গিল, হুনমা বিহারী, শিভম দুবে, ঋদ্ধিমান সাহা, কেএস ভারত, কে গৌথম, এস নদিম, মায়াঙ্ক মারকন্দে, নভদীপ সাইনি, মহম্মদ সিরাজ, শার্দুল ঠাকুর, আভেশ খান ৷
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
সুযোগ পেলেন ঋষভ পন্থ, সুযোগ এল ঋদ্ধিমান সাহারও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement