Rishabh Pant: ১৫ মাস বাদে ফিরলেন মাঠে, গোটা গ্যালারির গলায় পন্থের নাম, কিন্তু রূপকথা হল কই...

Last Updated:

Rishabh Pant: ফিরলেন, তবে জয় করলেন কোথায়!

ঋষভ পন্থের আউট- Photo- AP
ঋষভ পন্থের আউট- Photo- AP
মুল্লানপুর: IPL 2024- র দ্বিতীয় ম্যাচে সকলের নজর ছিল ঋষভ পন্থের দিকে৷ মারাত্মক অ্যাক্সিডেন্টের পর এটাই ছিল তরুণ তুর্কির কামব্যাক৷ দিল্লিক্যাপিটাল্স বনাম পঞ্জাব কিংস ম্যাচে ১৫ মাস বাদে মাঠে ফিরলেন তিনি৷
ঋষভ পন্থ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) তাঁর বহু প্রতীক্ষিত প্রত্যাবর্তন করেছিলেন কিন্তু ১৩ বলে মাত্র ১৮ রান করে আউট হন। দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংসের মধ্যে আইপিএল ২০২৪-র ম্যাচ চলাকালীন, পন্থ ৪ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন কিন্তু ক্রিজে বেশিক্ষণ টেকা হয়নি৷ চারও আসে পন্থের ধামাকা ব্যাট থেকে৷
দেখুন ভাইরাল রিল
advertisement
advertisement
advertisement
২০২২-র জীবন চলে যেতে পারত এমন গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পরে এটি ছিল পন্থের প্রথম অফিসিয়াল ম্যাচ৷   বাঁহাতি এই কিপার ব্যাটার যিনি দিল্লি ক্যাপিটাল্সের অধিনায়ক তিনি ২টি বাউন্ডারির সঙ্গে ছন্দে ছিলেন বলেই মনে হচ্ছিল৷ কিন্তু তিনি হর্ষল প্যাটেলের একটি ধীরগতির ডেলিভারিতে ভুল শট সিলেকশনের জন্য জনি বেয়ারস্তোর হাতে ব্যাকওয়ার্ড পয়েন্টে একটি সহজ ক্যাচ তুলে দেন৷
advertisement
শিখর ধাওয়ান টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন৷ – ১৪ মাসের প্রতীক্ষার পর এদিন মাঠে নামলেন পন্থ৷ তবে যেরকম ধামাকা ক্রিকেটার তিনি ছিলেন তাতে একটা রূপকথার ইনিংস তাঁর কামব্যাকে অনেক ফ্যানই ভেবেছিলেন কিন্তু সেটা এদিন হল না৷
advertisement
এদিন খেলা হচ্ছিল মল্লনপুরে পঞ্জাব কিংসের হোম গ্রাউন্ডে, দিল্লিতে পন্থের হোম গ্রাউন্ডে নয়, কিন্তু এদিন পন্থের জন্য গোটা মাঠ গলা ফাটায়া মনে হচ্ছিল পন্থ হোমগ্রাউন্ডেই ব্যাট হাতে নামলেন৷
এদিনের ম্যাচে ৯ উইকেটে ১৭৪ রান করে দিল্লি ক্যাপিটাল্স৷ দিল্লির জার্সিতে ২৫ বলে ৩৩ রান করে সবচেয়ে বেশি রান করেন সাই হোপ কিন্তু শেষবেলায় বাংলার ছেলে অভিষেক পোরেলের ১০ বলে ৩২ রানের ইনিংসে বেশ লড়াকু স্কোরে পৌঁছয় দিল্লি৷
advertisement
এদিনের বাংলার ঘরের ছেলের অভিষেকের ইনিংস ছিল ৪ টি চার ও ২ টি ছয়৷
বাংলা খবর/ খবর/খেলা/
Rishabh Pant: ১৫ মাস বাদে ফিরলেন মাঠে, গোটা গ্যালারির গলায় পন্থের নাম, কিন্তু রূপকথা হল কই...
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা ! দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস
  • উত্তরবঙ্গের ৩ জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা !

  • দক্ষিণেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement