Mohammed Salim: আর জল্পনা নয়, ভোটে দাঁড়াচ্ছেন মহম্মদ সেলিম, বামেদের দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা
- Published by:Debalina Datta
- news18 bangla
- Reported by:Amit Sarkar
Last Updated:
Lok Sabha Elections 2024: এখনও সবকটি আসনে প্রার্থী ঘোষণা করতে পারল না বামেরা
কলকাতা: বামেদের প্রার্থী তালিকা প্রকাশ হল দ্বিতীয় পর্বে৷ যেরকম জল্পনা চলছিল সেরকমই সত্যি করে মহম্মদ সেলিমের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করল বামফ্রন্ট ৷ এবারের লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদে প্রার্থী হলেন মহম্মদ সেলিমা৷
প্রথম দফার প্রার্থী তালিকায় তরুণ মুখেই ভরসা রেখেছিল সিপিএম৷ তবে দ্বিতীয় দফায় প্রার্থী তালিকায় কথা ছিল সুজন চক্রবর্তীর নাম থাকার প্রত্যাশা মিলিয়ে সেইভাবেই তালিকা ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু৷
দ্বিতীয় তালিকায় ঘোষিত প্রার্থীরা হলেন,
advertisement
মুর্শিদাবাদ – সিপিআইএম- মহম্মদ সেলিম
রানাঘাট – সিপিআইএম- অলোকেশ দাস
বর্ধমান দুর্গাপুর- সিপিআইএম- ডক্টর সুকৃতি ঘোষাল
advertisement
বোলপুর- সিপিআইএম- শ্যামলী প্রধান
এর আগে এবং আজকের প্রার্থী তালিকা মিলিয়ে মোট ২১ টি আসনে প্রার্থী দিল ৷ আজকের প্রকাশিত তালিকার সবকটি প্রার্থীই সিপিআইএমের৷
সিপিএম সূত্রে আগেই খবর ছিল দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় সবথেকে বড় চমক হিসেবে থাকতে পারে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের নাম৷ সম্ভবত মুর্শিদাবাদ কেন্দ্র থেকেই প্রার্থী হতে চলেছেন তিনি৷
advertisement
তবে বাম শিবির সূত্রে খবর, উত্তর চব্বিশ পরগণার বনগাঁ অথবা বসিরহাট কেন্দ্রটি কংগ্রেসকে ছাড়া হতে পারে৷ কংগ্রেসের দাবি ছিল বসিরহাট আসনটি৷ কিন্তু ওই আসনে বরাবরই সিপিআই প্রার্থী দিয়ে এসেছে৷ বসিরহাট আসনটি কংগ্রেসকে ছাড়া নিয়ে তাই বামেদের মধ্যেও জটিলতা তৈরি হয়েছিল৷
তবে পুরুলিয়া আসনটি যে কংগ্রেসকে ছাড়া হবে তা একরকম নিশ্চিত৷ গতকাল ওই আসনে প্রার্থী হিসেবে নেপাল মাহাতোর নামও ঘোষণা করে দিয়েছে কংগ্রেস হাইকম্যান্ড৷ সেক্ষেত্রে ফরওয়ার্ড ব্লক আসনে এবার আর প্রার্থী দিতে পারবে না বামেদদের আর এক শরিক ফরওয়ার্ড ব্লক৷
advertisement
গত ১৪ মার্চ ১৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বামেরা৷ পরে আরও একটি আসনে প্রার্থী দেওয়া হয়৷ শনিবার তারা কটি আসনে প্রার্থী ঘোষণা করে, সেটাই এখন দেখার৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2024 5:01 PM IST