হোম /খবর /খেলা /
পরিণত পন্থের ব্যাটেই ঐতিহাসিক জয়, গাব্বায় তেরঙ্গা ওড়ালেন ঋষভ

Ind vs Aus: পরিণত পন্থের ব্যাটেই ঐতিহাসিক জয়, গাব্বায় তেরঙ্গা ওড়ালেন ঋষভ

গাব্বায় মারমুখী ঋষভ৷ Photo-Twitter/BCCI

গাব্বায় মারমুখী ঋষভ৷ Photo-Twitter/BCCI

  • Last Updated :
  • Share this:

#গাব্বা: উইকেট কিপিংয়ে দুর্বলতা রয়েছে৷ সেট হয়ে গিয়েও উইকেট ছুড়ে দিয়ে আসেন৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ নেহাত কম ছিল না৷ কিন্তু ব্রিসবেনের এই একটা ইনিংসে টেস্ট দলে আপাতত নিজের জায়গাটা পাকা করে নিলেন ঋষভ পন্থ৷ শুভমন গিল, চেতেশ্বর পুজারাদের ধৈর্য, লড়াইকে কুর্ণিশ জানিয়েও স্বীকার করতে বাধা নেই, ভারতকে স্মরণীয় এই জয় এনে দিল ঋষভের ব্যাটই৷ ৮৯ রানের অপরাজিত এই ইনিংস তাঁর সমালোচকদেরও জবাব দিয়ে দিলেন বাঁ হাতি উইকেটকিপার ব্যাটসম্যান৷ যা হয়তো এখনও পর্যন্ত টেস্ট ক্রিকেটে তাঁর জীবনের সেরা ইনিংস৷ ঋষভের উইনিং স্ট্রোকেই ম্যাচ এবং সিরিজ জয় করল ভারত৷

স্বভাবতই ম্যাচের পর ভারতীয় দল যখন মাঠ প্রদক্ষিণ করছে, তখন সবার প্রথমে ঋষভ পন্থের হাতেই ছিল জাতীয় পতাকা৷ দলের মধ্যমণি ছিলেন তিনি৷ দিনের শুরুতে হয়তো ম্যাচ ড্র করাই ছিল ভারতের প্রাথমিক লক্ষ্য৷ কিন্তু ভারত যে জিততে পারে, সেই আশা জিইয়ে রেখেছিলেন ঋষভ৷ শেষ পর্যন্ত ভারতীয় দল এবং সমর্থকদের প্রত্যাশা পূরণ করলেন তিনি৷

একদিন ব্যাটসম্যান পন্থের বিরুদ্ধে অভিযোগ ছিল, টেস্ট ম্যাচেও টি টোয়েন্টি মেজাজে ব্যাট করতে গিয়ে দলকে ডোবান৷ আজ কিন্তু পরিণত পন্থকে দেখল গাব্বার বাইশ গজ৷ মারার বল পেলে মেরেছেন, নাহলে ধৈর্য ধরে উইকেটে পড়ে থেকেছেন৷ খুব একটা সুযোগ দিয়েছেন, এমন অভিযোগও করা যাবে না৷ শেষ স্বীকৃত ব্যাটসম্যান ময়াঙ্ক আগরওয়াল ফিরে যাওয়ার পরেও ধৈর্য হারিয়ে উল্টোপাল্টা চালাননি৷ বরং ম্যাচে হারতে হবে না নিশ্চিত হওয়ার পরই খোলস ছেড়ে বেরিয়ে আসেন৷

ম্য়াচের শেষে ঋষভ বলেন, 'এটাই আমার জীবনের অন্যতম বড় ঘটনা৷ সিরিজের শুরুর দিকে সুযোগ পাইনি৷ কিন্তু আমি পরিশ্রম করে গিয়েছি৷ আজ সিরিজ জয়ে সেই পরিশ্রমের সুফল পেলাম৷ দলের বাকিরা সবসময় আমাকে উৎসাহ দিয়ে গিয়েছে৷'

সিডনিতে আগের টেস্টেও প্রয়োজনের সময় ৯৭ রানের ঝকঝকে ইনিংস এসেছিল পন্থের ব্যাট থেকে৷ কিন্তু এরকম ঝলক পন্থের ব্যাটে আগেও দেখা গিয়েছে৷ অভাব ছিল ধারাবাহিকতার৷ ব্রিসবেনের এই পরিণত, ম্যাচ জেতানো ইনিংসের পন্থের ব্যাটে সেই ধারাবাহিকতা আসে কি না, সেটাই এখন দেখার৷ তবে একটা কথা স্পষ্ট, ঋষভের এই পারফরম্যান্সের পর হয়তো ঋদ্ধিমান সাহার জন্য আপাতত ভারতীয় দলে প্রথম এগারোয় সুযোগ পাওয়ার দরজা বন্ধ হয়ে গেল৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: India vs Australia, Risabh Pant