রিও অলিম্পিকে দেশের গুডউইল অ্যাম্বাসাডর হওয়ার প্রস্তাবে সম্মতি সচিনের
Last Updated:
রিও অলিম্পিকে ভারতের গুডউইল অ্যাম্বাসাডরের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে ৷ সলমন খান এবং অভিনব বিন্দ্রার পর তালিকায় নতুন সংযোজন সচিন তেন্ডুলকর ৷ গত ২৯ এপ্রিলই রিও অলিম্পিকে গুডউইল অ্যাম্বাসাডর হওয়ার জন্য মাস্টার ব্লাস্টারের কাছে প্রস্তাব গিয়েছিল আইওএ-র তরফে ৷ মঙ্গলবার সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন সচিন তেন্ডুলকর ৷
#নয়াদিল্লি : রিও অলিম্পিকে ভারতের গুডউইল অ্যাম্বাসাডরের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে ৷ সলমন খান এবং অভিনব বিন্দ্রার পর তালিকায় নতুন সংযোজন সচিন তেন্ডুলকর ৷ গত ২৯ এপ্রিলই রিও অলিম্পিকে গুডউইল অ্যাম্বাসাডর হওয়ার জন্য মাস্টার ব্লাস্টারের কাছে প্রস্তাব গিয়েছিল আইওএ-র তরফে ৷ মঙ্গলবার সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন সচিন তেন্ডুলকর ৷ অলিম্পিকে বলিউড অভিনেতা সলমন খানের গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে অন্তর্ভূক্তি দেশের ক্রীড়ামহলের অধিকাংশই মেনে নিতে পারেনি ৷ এই নিয়ে কম বিতর্কও হয়নি ৷ অবশেষে গুডউইল অ্যাম্বাসাডর হিসেবে অভিনব বিন্দ্রা এবং সচিনকেও যোগ করল ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 03, 2016 5:01 PM IST