আজ হকিতে পাঁচ বনাম ছ’য়ের লড়াই
Last Updated:
শেষ কয়েকটি ম্যাচ জিততে না পারলেও শ্রীজেশদের উপর পদক জয়ের আশা এখনও ছাড়েননি ভারতীয় সমর্থকরা ৷
#রিও দিন জেনেইরো: রিও অলিম্পিকের অন্যান্য ইভেন্টে ভারতীয়দের পারফরম্যান্স খারাপ হলেও একমাত্র দলগত ইভেন্ট, যেখানে ভারত অংশগ্রহণ করেছে , সেই হকিতে পারফরম্যান্স মোটের উপর খারাপ নয় ৷ শেষ কয়েকটি ম্যাচ জিততে না পারলেও শ্রীজেশদের উপর পদক জয়ের আশা এখনও ছাড়েননি ভারতীয় সমর্থকরা ৷ নেদারল্যান্ডসের বিরুদ্ধে অনেক লড়াই করে হারলেও বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে থাকা কানাডার বিরুদ্ধে গত ম্যাচে ড্র করে কিছুটা হলেও চাপে ভারত ৷ আজ কোয়ার্টার ফাইনালে সর্দারদের লড়াই বেলজিয়ামের বিরুদ্ধে ৷ যারা ভারতীয়দের থেকে র্যাঙ্কিংয়ে মাত্র একধাপই পিছনে ৬ নম্বরে রয়েছে ৷ তাই লড়াইটা যে হাড্ডাহাড্ডির হবে, সেটা একপ্রকার নিশ্চিত ৷
অলিম্পিকের মঞ্চে কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়ে না ৷ আর এতদিন গ্রুপ লিগের খেলা চললেও এবার শুরু নক আউট ৷ প্রতিটা ম্যাচই তাই এক একটা ফাইনাল শ্রীজেশদের কাছে ৷ বেলিজিয়াম চলতি অলিম্পিকে ভাল খেললেও ভারতও কোনও অংশে কম যায় না তাদের থেকে ৷ শুধু শেষ কোয়ার্টারে গোল খেয়ে যাওয়ার বিষয়টা এড়াতে পারলেই এই ম্যাচ বের করা সম্ভব মেন ইন ব্লু’দের পক্ষে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷ এ সব ম্যাচে বল পজেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ বেলজিয়াম যদি বলের দখল নিয়ে নেয়, তা হলে বাল্মীকি-নিক্কিন-উথাপ্পাদের নিয়ে ভারতের পাওয়ার লাইনের কাজ হবে সেটা আবার ছিনিয়ে নেওয়া। অর্থাৎ বেলজিয়ামকে কোনও সুযোগই তৈরি করতে দেওয়া যাবে না। ভারতীয় দলের ডিফেন্স এই অলিম্পিকে যথেষ্ট ভাল খেলছে। পাশাপাশি ম্যাচে নিখুঁত পাসিং এবং পেনাল্টি কর্নার নিতে হবে সর্দারদের ৷ তাহলেই শেষ চার নিশ্চিত হবে ভারতের ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 14, 2016 4:05 PM IST