সাক্ষী-তে মুগ্ধ গোটা দেশ, অকাল দিওয়ালি রোহতাকে

Last Updated:

অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছেন সাক্ষী ৷ উপছে পড়ছে ট্যুইটার ৷

#কলকাতা: ক্রীড়ার মহাযজ্ঞে রিও-তে গত ১২ দিনে শুধু বির্সজনই দেখছে ভারত ৷ একে একে বিদায় নিয়েছে আশা জাগানো তারকা খেলোয়াড়রা ৷ অভিনব বিন্দ্রা থেকে লিয়েন্ডার, সানিয়া থেকে দীপিকা কুমারী ৷ এই তারকা খেলোয়াড়দের জ্যোতিতে ঢাকা পড়ে যাওয়া রোহতাকের এক প্রতিভাবান মহিলা কুস্তিগিরের ব্রোঞ্জ পদক জয়ে বিশ্বের ময়দানে খানিক মুখ রক্ষা হল ভারতের ৷
৫৮ কেজি বিভাগে ফ্রিস্টাইল কুস্তি রাউন্ডে ব্রোঞ্জ পদক জিতলেন হরিয়ানা রোহতাকের মেয়ে, ২৩ বছরের সাক্ষী মালিক ৷ ঘরের মেয়ের পদক জয়ে হরিয়ানায় এখন অকাল দিওয়ালি ৷ খুশিতে ভাসছে রোহতাক ৷ ইতিমধ্যেই সাক্ষীকে আড়াই কোটি টাকা ও সরকারি চাকরি দেওয়ার কথাও ঘোষণা করে দিয়েছে হরিয়ানা সরকার ৷
কুস্তিতে মহিলাদের জন্য প্রথম পদক জেতা সাক্ষী মালিকের জন্য আপ্লুত গোটা দেশ ৷ অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছেন সাক্ষী ৷ উপছে পড়ছে ট্যুইটার ৷ শুভেচ্ছা বার্তার তালিকায় কে নেই ! রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, সচিন থেকে দীপা সবাই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সাক্ষীকে ৷
advertisement
advertisement
রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়: ‘মহিলাদের কুস্তিতে দেশকে পদক এনে দেওয়ার জন্য সাক্ষী মালিককে শুভেচ্ছা। রিও অলিম্পিকে পদক জিতে দেশকে গর্বিত করেছে সাক্ষী।’
advertisement
দীপা কর্মকার : ‘সাক্ষীর জন্য আমি ভীষণ ভীষণ খুশি। ওর জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল।’
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: ‘রাখী উৎসবের শুভ দিনে সুখবর এসেছে ৷ ভারতের মেয়ে সাক্ষী মালিক কুস্তিতে ব্রোঞ্জ জিতে আমাদের সবাইকে গর্বিত করেছে ৷ ওর কীর্তি ভবিষ্যতের খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করবে ৷ ’
advertisement
রাহুল গান্ধি: ‘আমারা সাক্ষীর জন্য গর্বিত ৷ এটি একটি ঐতিহাসিক জয় ৷’
সচিন তেন্ডুলকর: ‘ঘুম থেকে উঠেই ভাল খবরটা শুনলাম। সাক্ষী, রিও অলিম্পিকে তোমার কৃতিত্ব গোটা দেশকে গর্বিত করেছে। অনেক অনেক শুভেচ্ছা।’
advertisement
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং : ‘রিও অলিম্পিকে দেশকে প্রথম পদক এনে দেওয়ার জন্য সাক্ষীকে অনেক শুভেচ্ছা। ওর এই জয় দেশের নাগরিকদের অনুপ্রেরণা দেবে।’
advertisement
বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ: সাবাশ সাক্ষী মালিক! আমাদের সবাইকে তুমি গর্বিত করেছ ৷
advertisement
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় : ‘সাক্ষী মালিক, গোটা দেশ তোমার সঙ্গে জয় হিন্দ বলছে।’
বিজেন্দ্র সিং : ‘সাক্ষী মালিক, মেয়েটা দারুণ কাজ করেছে । ’
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সাক্ষী-তে মুগ্ধ গোটা দেশ, অকাল দিওয়ালি রোহতাকে
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement