সাক্ষী-তে মুগ্ধ গোটা দেশ, অকাল দিওয়ালি রোহতাকে

অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছেন সাক্ষী ৷ উপছে পড়ছে ট্যুইটার ৷

  • Last Updated :
  • Share this:

    #কলকাতা: ক্রীড়ার মহাযজ্ঞে রিও-তে গত ১২ দিনে শুধু বির্সজনই দেখছে ভারত ৷ একে একে বিদায় নিয়েছে আশা জাগানো তারকা খেলোয়াড়রা ৷ অভিনব বিন্দ্রা থেকে লিয়েন্ডার, সানিয়া থেকে দীপিকা কুমারী ৷ এই তারকা খেলোয়াড়দের জ্যোতিতে ঢাকা পড়ে যাওয়া রোহতাকের এক প্রতিভাবান মহিলা কুস্তিগিরের ব্রোঞ্জ পদক জয়ে বিশ্বের ময়দানে খানিক মুখ রক্ষা হল ভারতের ৷

    ৫৮ কেজি বিভাগে ফ্রিস্টাইল কুস্তি রাউন্ডে ব্রোঞ্জ পদক জিতলেন হরিয়ানা রোহতাকের মেয়ে, ২৩ বছরের সাক্ষী মালিক ৷ ঘরের মেয়ের পদক জয়ে হরিয়ানায় এখন অকাল দিওয়ালি ৷ খুশিতে ভাসছে রোহতাক ৷ ইতিমধ্যেই সাক্ষীকে আড়াই কোটি টাকা ও সরকারি চাকরি দেওয়ার কথাও ঘোষণা করে দিয়েছে হরিয়ানা সরকার ৷

    কুস্তিতে মহিলাদের জন্য প্রথম পদক জেতা সাক্ষী মালিকের জন্য আপ্লুত গোটা দেশ ৷ অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছেন সাক্ষী ৷ উপছে পড়ছে ট্যুইটার ৷ শুভেচ্ছা বার্তার তালিকায় কে নেই ! রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, সচিন থেকে দীপা সবাই জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন সাক্ষীকে ৷

    রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়: ‘মহিলাদের কুস্তিতে দেশকে পদক এনে দেওয়ার জন্য সাক্ষী মালিককে শুভেচ্ছা। রিও অলিম্পিকে পদক জিতে দেশকে গর্বিত করেছে সাক্ষী।’

    দীপা কর্মকার : ‘সাক্ষীর জন্য আমি ভীষণ ভীষণ খুশি। ওর জন্য আমার তরফ থেকে অনেক শুভেচ্ছা রইল।’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: ‘রাখী উৎসবের শুভ দিনে সুখবর এসেছে ৷ ভারতের মেয়ে সাক্ষী মালিক কুস্তিতে ব্রোঞ্জ জিতে আমাদের সবাইকে গর্বিত করেছে ৷ ওর কীর্তি ভবিষ্যতের খেলোয়াড়দেরও অনুপ্রাণিত করবে ৷ ’ রাহুল গান্ধি: ‘আমারা সাক্ষীর জন্য গর্বিত ৷ এটি একটি ঐতিহাসিক জয় ৷’সচিন তেন্ডুলকর: ‘ঘুম থেকে উঠেই ভাল খবরটা শুনলাম। সাক্ষী, রিও অলিম্পিকে তোমার কৃতিত্ব গোটা দেশকে গর্বিত করেছে। অনেক অনেক শুভেচ্ছা।’কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং : ‘রিও অলিম্পিকে দেশকে প্রথম পদক এনে দেওয়ার জন্য সাক্ষীকে অনেক শুভেচ্ছা। ওর এই জয় দেশের নাগরিকদের অনুপ্রেরণা দেবে।’বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ: সাবাশ সাক্ষী মালিক! আমাদের সবাইকে তুমি গর্বিত করেছ ৷  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় : ‘সাক্ষী মালিক, গোটা দেশ তোমার সঙ্গে জয় হিন্দ বলছে।’  বিজেন্দ্র সিং : ‘সাক্ষী মালিক, মেয়েটা দারুণ কাজ করেছে । ’ 
    First published:

    Tags: India in Rio Olympic 2016, Indian Wrestling Federation, Rio 2016, Rio Olympics, Rio Olympics 2016, Sakshi Malik, Wrestling