Virat Kohli: কোহলির আগুনে ফর্ম চিন্তায় রাখবে অস্ট্রেলিয়াকে! আগাম ভবিষ্যৎবাণী পন্টিংয়ের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
হায়দরাবাদ: আইপিএল শেষ হলে দম খেলার সময় থাকবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ডের মাটিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে হবে ভারতকে। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা এর জন্য কতটা প্রস্তুত সময় বলবে। তবে বিরাট কোহলির কোনও ফারাক পড়বে না জানিয়ে দিলেন রিকি পন্টিং। দুর্দান্ত বিরাট-ইনিংস দেখার পরে পন্টিং মনে করছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোহলির উইকেট নিতে চাইবে অস্ট্রেলিয়া।
কোহলির উইকেটটাই সব থেকে মূল্যবান হতে চলেছে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক। পন্টিং বলছেন, গত রাতে বিরাটের ইনিংস সবাই দেখেছে। এবারের আইপিএলে বেশ ভাল ছন্দে রয়েছে কোহলি। আমার বিশ্বাস টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কোহলির উইকেটটাই সবচেয়ে দামি হতে চলেছে। অস্ট্রেলিয়া বিরাটের উইকেটটাই নিতে চাইবে।
Ricky Ponting said, “Virat Kohli is back at his absolute best. He’s going to be a very important player for India in the WTC final”. pic.twitter.com/BDP0Fi4Qg0
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 19, 2023
advertisement
advertisement
পন্টিং বলেছেন, সাধারণত ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ হলে সবাই ধরেই নেয়, লড়াইটা আসলে ভারতের স্পিনারদের সঙ্গে অস্ট্রেলিয়ার ব্যাটারদের। ওভালে যে উইকেটে আমি খেলেছি, সেই উইকেট ব্যাটিং সহায়ক হয়েই থাকে। খেলা যত গড়াতে থাকে, স্পিনারদের জন্য বিশেষ কিছু থাকে না এই উইকেটে। আমার মনে হয়, লড়াইটা ভারতের টপ অর্ডারের সঙ্গে অস্ট্রেলিয়ার ফাস্ট বোলিংয়ের।
advertisement
নিঃসন্দেহে অস্ট্রেলিয়ার বোলিং বেশ শক্তিশালী। কিন্তু বিরাট কোহলি যে ছন্দে আছে তাতে ওকে আউট করতে না পারলে অস্ট্রেলিয়ার কপালে দুঃখ আছে বলছেন রিকি। এছাড়া রোহিত শর্মা এবং গিল ভাল পারফর্ম করার ক্ষমতা রাখেন। কিন্তু অস্ট্রেলিয়ার প্রধান টক্কর সেই বিরাট কোহলির সঙ্গে। কিং কোহলি তার ছন্দ বজায় রাখতে পারলে ক্যাঙ্গারু বাহিনী চাপে থাকবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 19, 2023 6:44 PM IST