Sports Business Summit: ‘ ভারত বিশ্ব ক্রিকেটকে সচিন দিয়েছে’: নীতা আম্বানি

Last Updated:

লন্ডনে আয়োজিত Sports Business Summit-এ সোমবার বক্তব্য রাখলেন Reliance Foundation Chairperson and International Olympic Committee (IOC)-এর সদস্য নীতা আম্বানি

#লন্ডন: লন্ডনে আয়োজিত Sports Business Summit-এ সোমবার বক্তব্য রাখলেন Reliance Foundation Chairperson and International Olympic Committee (IOC)-এর সদস্য নীতা আম্বানি ৷ তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এল 'Inspiring a Billion Dream: The India Opportunity-এর নানা দিক ৷ যার মধ্যে নীতা আম্বানি সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করল খেলাধুলোয় মহিলাদের অংশগ্রহণের কথা ৷ খেলার মধ্যে দিয়ে নারীদের ইচ্ছে শক্তি, লড়াইয়ের গল্পও নীতা আম্বানি তুলে ধরলেন ৷
লন্ডনে অনুষ্ঠিত এই সম্মলনে নীতা আম্বানিকে ভারতীয় খেলার দুনিয়ায় ফার্স্ট লেডি হিসেবেই সম্বোধন করা হয় ৷ আর তাই তো বক্তব্যের শুরু তিনি করেন ভারতীয় খেলার দুনিয়ায় নারী শক্তির উদযাপন নিয়ে ৷ বক্তব্যে নীতা আম্বানি জানান, ভারতীয় মহিলা ক্রিকেট দল এখন মহিলা ক্রিকেটে বিশ্বের দ্বিতীয় নম্বরে স্থান করে নিয়েছে ৷ নীতা আম্বানির কথায়, ভারতীয় নারীরা শুধু খেলাতে সরাসরিভাবে অংশই নিচ্ছেন না ৷ সঙ্গে সঙ্গে খেলার প্রচারেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে৷
advertisement
বরাবরই ভারতীয় খেলার উন্নয়নের কথআ ভাবেন নীতা আম্বানি ৷ আর তাই তো আপিএল, আইএসএলের মতো বড় বড় খেলার ইভেন্টে অতোপ্রোতোভাবে জড়িত থাকেন তিনি ৷ লন্ডনের এই সামিটে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘হতে পারে বৃটিশরা আমাদের ক্রিকেট খেলা শিখিয়েছে ৷ কিন্তু বিশ্বকে আমরা সচিন তেন্ডুলকর দিয়েছি ৷ যিনি টেস্ট ম্যাচ ও ওয়ানডে ম্যাচে সর্বাধিক রান করার জন্য বিশ্বখ্যাত !’
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Sports Business Summit: ‘ ভারত বিশ্ব ক্রিকেটকে সচিন দিয়েছে’: নীতা আম্বানি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement