বিশ্ব দরবারে নজর কাড়ুক ভারতীয় ক্রীড়া জগত, লন্ডনে Sports Business Summit-এ স্বপ্ন দেখালেন নীতা আম্বানি
Last Updated:
#লন্ডন: লন্ডনে আয়োজিত Sports Business Summit-এ সোমবার বক্তব্য রাখলেন Reliance Foundation Chairperson and International Olympic Committee (IOC)-এর সদস্য নীতা আম্বানি ৷ তাঁর বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এল 'Inspiring a Billion Dream: The India Opportunity-এর নানা দিক ৷ যার মধ্যে নীতা আম্বানি সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করল খেলাধুলোয় মহিলাদের অংশগ্রহণের কথা ৷ খেলার মধ্যে দিয়ে নারীদের ইচ্ছে শক্তি, লড়াইয়ের গল্পও নীতা আম্বানি তুলে ধরলেন ৷
বক্তব্যের শুরুতেই নীতা আম্বানি জানান, '' আমি বুদ্ধ, টেগোর, মহাত্মা গান্ধি, মাদার টেরিজার দেশের। কোটি কোটি ভারতীর স্বপ্ন, আশা ও উচ্চাশার প্রতিনিধিত্ব করছি। বিশ্বের ১/৬ জনসংখ্যা ভারতে। ১২০ কোটি মানুষের মধ্যে ৬০ কোটি মানুষের বয়স ২৫-এর কম। যদি শুধুমাত্র ভারতের জনসম্প্রদায় মিলে একটি দেশ গড়ত, তাহলে তা বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ হত। প্রতিটা ক্ষেত্রে ভারত আলোর গতিতে ছুটে চলেছে, যারমধ্যে বিশাল ক্ষেত্র জুড়ে রয়েছে ক্রীড়া।''
advertisement
অনুষ্ঠানে ভারতীয় স্পোর্টস-এর 'ফার্স্ট লেডি'-র আখ্যান দেওয়া হয় আম্বানিকে। তাঁর ভাষায়, '' এখানে আমার উপস্থিতি প্রতিটা ভারতীয় নারীর জন্য ম্মানের। আমার লক্ষ্য প্রতিটা ভারতীয় মহিলাকে সক্ষম ও ক্ষমতাশীল করে তোলা। নারীর 'ফেনোমেনন পাওয়ার'-এ আমি বিশ্বাসী। আমার বিশ্বাস, জাতীয় ও আন্তর্জাতিক স্তরে মহিলারা শুধুমাত্র স্পোর্টস-এ তুখড় হতে পারেন তাই নয়, স্পোর্টস-এর প্রোমোশনেও তাঁরা এক্সপার্ট হতে পারেন।''
advertisement
advertisement
দেখে নিন পুরো বক্তব্য--
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 09, 2019 1:54 PM IST