RCB: বিরাট - রবি শাস্ত্রী যুগ শুরু হতে পারে এবার আইপিএলে! শাস্ত্রীকে নতুন কোচ চান সমর্থকরা
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
প্রত্যেকবার দলের শক্তি দেখে মনে হয় এবার বুঝি চ্যাম্পিয়ন হবে ব্যাঙ্গালুরু। কিন্তু নকআউটে গিয়ে তাদের জারি জুরি শেষ
বেঙ্গালুরু: বিরাট কোহলি এবং রবি শাস্ত্রী ভারতের অধিনায়ক এবং কোচ থাকাকালীন বেশ কিছু সাফল্য এনে দিয়েছিলেন। আইসিসি ট্রফি জিততে না পারলেও তাদের আমলে দীর্ঘদিন ভারত এক নম্বর দল হিসেবে থেকেছে দুটো ফরম্যাটে। কার্যত দ্বিতীয় সারির দল নিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে সিরিজ জয় করেছিল। প্রথম ভারতীয় দল হিসেবে দুটো সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে জিতেছিল ভারত। এসব রেকর্ড ভুলে যাওয়া সম্ভব নয়।
১৪ বছর হয়ে গেল। আজ পর্যন্ত আইপিএল জিততে পারেনি বিরাট কোহলির বেঙ্গালুরু। ফাইনাল খেলেছে বটে, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারিনি। এত তারকা ক্রিকেটার থাকা সত্ত্বেও কেন এমন হবে প্রশ্ন করতেই পারেন সমর্থকরা। প্রত্যেকবার দলের শক্তি দেখে মনে হয় এবার বুঝি চ্যাম্পিয়ন হবে ব্যাঙ্গালুরু। কিন্তু নকআউটে গিয়ে তাদের জারি জুরি শেষ।
Ravi Shastri as Head Coach of RCB. DO IT @RCBTweets pic.twitter.com/FJnnIVyCJN
— 𝐊𝐨𝐡𝐥𝐢𝐧𝐚𝐭!𝟎𝐧_👑🚩 (@bholination) July 16, 2023
advertisement
advertisement
চোকারস হিসেবেই তাদের ধরা হয়। এবার বোঝার সময় এসেছে ম্যানেজমেন্টকে নতুন করে চিন্তা করার। গত পাঁচ বছর ধরে দলের সঙ্গে যুক্ত আছেন সঞ্জয় বঙ্গর এবং নিউজিল্যান্ডের কোচ মাইক হেশন। গতবার এরা খুব খারাপ সিদ্ধান্ত নিয়েছিলেন যজুবেন্দ্র চাহাল এবং দেবদত্ত পরিকালকে ছেড়ে দিয়ে। তাই এবার চেষ্টা করা হচ্ছে যাতে ম্যানেজমেন্টে কিছু পরিবর্তন আনা যায়।
advertisement
তবে যা সিদ্ধান্ত নেওয়া হবে সেটা বিরাট কোহলির সঙ্গে আলোচনা করেই নেওয়া হবে। যদিও শেষবার তিনি অধিনায়ক ছিলেন না, তবুও আরসিবি দলের শেষ কথা কোহলি। বিরাট জানেন তার ফ্র্যাঞ্চাইজি আইপিএল চ্যাম্পিয়ন হোক এরকমটা চান তার সমর্থকরা। বারবার কাছে গিয়ে ফিরে এসেছেন। তবে রবি শাস্ত্রি কোচ হলে বিরাটের আপত্তি না থাকারই কথা। কিন্তু শাস্ত্রী নিজে রাজি হবেন কিনা সেটাই দেখার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 17, 2023 11:46 AM IST