IPL 2024 Playoffs: কোহলির আবেদনে প্লেঅফে আরসিবিতে ফিরছেন মহাতারকা? ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
RCB IPL 2024 Playoffs: এবার আইপিএলে অসাধ্য সাধন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা ৬ ম্যাচ হারের পর আবার টানা ৬ ম্যাচ জিতে প্লেঅফের টিকিট পাকা করেছে আরসিবি। প্লেঅফের আগে মহাতারাকাকে খেলার প্রস্তাব দিল কোহলি।
এবার আইপিএলে অসাধ্য সাধন করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। টানা ৬ ম্যাচ হারের পর আবার টানা ৬ ম্যাচ জিতে প্লেঅফের টিকিট পাকা করেছে আরসিবি। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া অবস্থা থেকে ঘুড়ে দাঁড়িয়ে যেভাবে প্লেঅফে পৌছেছে বেঙ্গালুরু তার প্রশংসা করেছে সকলেই। প্লেঅফে আরসিবির প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। নকআউটে নামার আগে এক মহাতারকাকে আরসিবিতে খেলার প্রস্তাব দিলেন বিরাট কোহলি। যেই ভিডিও এখন ভাইরাল।
সিএসকের বিরুদ্ধে ম্যাচ দেখতে গ্যালারিতে উপস্থিত ছিলেন প্রাক্তন আরসিবি তারকা ক্যারিবিয়ান জায়েন্ট ক্রিস গেইল। চেন্নাইয়ের বিরুদ্ধে বেঙ্গালুরুর জয়ের পর সেলিব্রেশনে যোগ দিতে আরসিবি ড্রেসিং রুমে গিয়েছিলেন ইউনিভার্স বস। সাজঘরে গেইল ঢুকতেই পুরনো সতীর্থরা তাঁকে জড়িয়ে ধরেনস স্বাগত জানান। চেনা বিন্দাস মুডেই পাওয়া যায় আইপিএলের ইতিহাসে অন্যতম বিধ্বংসী ব্যাটারকে।
শেষে বিরাট কোহলির সঙ্গে দেখা হয় ক্রিস হয় ক্রিস গেইলের। একে-অপরকে জড়িয়ে ধরেন আরসিবির প্রাক্তন ওপেনিং জুটি। এরপর গেইলকে পরের ম্যাচে খেলার প্রস্তাব দেন। এমনকী পরের মরশুমেও খেলার কথা বলেন বিরাট। কোহলি গেইলকে ‘কাকা’ নামে ডাকেন। সেই নাম ধরেই কোহলি বলেন,”কাকা পরের বার ফিরে এসো। এখন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম আছে। তোমাকে ফিল্ডিং করতে হবে না। এই নিয়ম তোমার জন্যই তৈরি।” যদিও পুরোটাই মজার ছলে বলেন কোহলি।
advertisement
advertisement
Chris Gayle and Virat Kohli in the RCB dressing room together – nostalgia max! 🥹
Virat jokingly asks Chris to come back to the #IPL – what do you think about it, 12th Man Army? 😉#PlayBold #ನಮ್ಮRCB #IPL2024 pic.twitter.com/Bj9HVFfVka
— Royal Challengers Bengaluru (@RCBTweets) May 20, 2024
advertisement
খোশ মেজাজে আড্ডা দিতে দেখা যায় বিরাট কোহলি ও ক্রিস গেইলকে। এই মরশুমে এখনও পর্যন্ত মোট কতগুলি ছয় মেরেছে তাও গেইলকে জানান বিরাট। শেষে ইউনিভার্স বসকে একটি জার্সি সই করে উপহার দেন বিরাট কোহলি। এই ভিডিও আরসিবির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়। দুই মহাতারকার সাক্ষাতের ভিডিও মন ছুঁয়ে গিয়েছে ফ্যানেদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 20, 2024 2:20 PM IST