ম্যাচ সেরার পুরস্কার দর্শকদের উৎসর্গ করলেন অশ্বিন
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
কেরিয়ারের অন্যতম সেরা ম্যাচ, তাও আবার ঘরের মাঠে। ঘোর কাটছে না। চেন্নাইয়ের দর্শকরা সব সময় পাশে থেকেছেন। ম্যাচ সেরার পুরস্কার তাই দর্শকদের উৎসর্গ করলাম আমি
#চেন্নাই: যে মাঠে খেলে কেটেছে তাঁর ছেলেবেলা,যে মাঠে খেলে লড়াই করতে শিখেছেন তিনি, সেই মাঠেই দেশের জার্সি গায়ে ম্যাচ সেরার পুরস্কার। রবি চন্দ্রন অশ্বিনের কাছে আজকের দিনটা স্পেশাল। প্রথম ইনিংসে পাঁচ উইকেট, দ্বিতীয় ইনিংসে তিন উইকেট। ব্যাট হাতে শতরান। সব মিলিয়ে চেন্নাই টেস্ট ভারতের বড় ব্যবধানে জয়ের পেছনে শুরুটা যদি করে থাকে রোহিত শর্মার ব্যাট, তাহলে ইংল্যান্ডকে ভাঙা এবং উপড়ে ফেলার কাজটা করেছে অশ্বিনের অল রাউন্ড পারফরম্যান্স। ম্যাচ শেষে কিছুটা আবেগপ্রবণ তিনি।
সাফ জানালেন,"এরকম অনুভূতি বলে বোঝানো কঠিন। কেরিয়ারের অন্যতম সেরা ম্যাচ, তাও আবার ঘরের মাঠে। ঘোর কাটছে না। চেন্নাইয়ের দর্শকরা সব সময় পাশে থেকেছেন। ম্যাচ সেরার পুরস্কার তাই দর্শকদের উৎসর্গ করলাম আমি"। একদিন আগেই গৌতম গম্ভীর দাবি করেছিলেন অনিল কুম্বলের পর ভারতের সবচেয়ে বড় ম্যাচ উইনার অশ্বিন। ম্যাচের নায়ক এদিন জানালেন,"এই উইকেট প্রথম টেষ্টের থেকে আলাদা ছিল। তুলনায় লাল মাটি কম ছিল। বোলিং নিয়ে বলতে গেলে এটুকু বলতে চাই কব্জির ব্যবহার এবং রান আপের ক্ষেত্রে কিছু পরিবর্তন এনেছিলাম আমি। ইংলিশ ব্যাটসম্যানদের খেলার ধরণ দেখে তা প্রয়োগ করেছি। এই পর্যায়ে দ্রুত পরিস্থিতি অনুযায়ী বদলাতে জানতে হয়"।
advertisement
কিন্তু চমকে দিয়েছে তাঁর ব্যাটিং। অশ্বিন বলছেন গত দু বছর ধরে প্রতিনিয়ত বিরাট কোহলি থেকে রবি শাস্ত্রী তাঁকে ব্যাটিংয়ে জোর দিতে বলেছেন। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর আলাদা করে সময় দেন তাঁকে। একটা সময় ঘরোয়া ক্রিকেটে ওপেন করতেন তিনি। জাতীয় দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট শতরান আছে। তাই এই চ্যালেঞ্জটা সম্পর্কে তিনি খুব একটা চিন্তিত ছিলেন না।
advertisement
advertisement
কারণ হিসেবে জানিয়েছেন সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রায় হারা টেস্ট ড্র করার সময় যেভাবে ব্যাট করেছিলেন তিনি, সেখান থেকেই নিজের ব্যাটিং নিয়ে পুনরায় আশাবাদী হয়ে ওঠেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ঠিক করেই নেমেছিলেন পাল্টা আক্রমণ করে ইংলিশ বোলারদের চাপে ফেলবেন। ঘরের মাঠে উপস্থিত দর্শকদের তামিলে শুভেচ্ছা জানালেন তিনি। পাশাপাশি নিজের ধারাবাহিকতা বজায় রাখাই আসল লক্ষ্য জানাতে ভুললেন না 'অ্যাশ আন্না'।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 16, 2021 4:16 PM IST