• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • ও’কিফের মন্তব্যের কড়া জবাব, ময়াঙ্কের অপমানের বদলা নিলেন শাস্ত্রী

ও’কিফের মন্তব্যের কড়া জবাব, ময়াঙ্কের অপমানের বদলা নিলেন শাস্ত্রী

 • Share this:

  #মেলবোর্ন: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলছে ৷ সিরিজ আপাতত ১-১  ৷ ম্যাচ চলাকালীন কোনওরকম উত্তপ্ত বাক্য বিনিময় হবে না, তা কী করে হয় ! তবে মজার বিষয়টা হল, এবার স্লেজিং বা মন্তব্যগুলি মাঠের ভিতরের থেকে মাঠের বাইরে বেশি হচ্ছে ৷ বক্সিং ডে টেস্ট প্রথম দিন থেকেই যথেষ্ট উত্তপ্ত ৷ বিশেষ করে প্রাক্তন অস্ট্রেলিয়া ক্রিকেটার কেরি ও’কিফের ময়াঙ্ক আগরওয়াল সম্পর্কে করা মন্তব্যটি ৷ তিনি ক্ষমা চেয়ে নিলেও এখনও বিষয়টার যে ইতি হয়নি, সেটা ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রীর কথাতেই স্পষ্ট ৷

  ময়াঙ্ক আগরওয়ালকে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন ও’কিফ। ধারাভাষ্য দিতে গিয়ে বলেছিলেন, ‘‘ময়াঙ্ক নিশ্চয়ই ভারতের ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন রেলওয়েজ ক্যান্টিন বয়দের বোলিংয়ের বিরুদ্ধে।’’ এমনও বলেন যে, ময়াঙ্ক যাঁদের বিরুদ্ধে ট্রিপল সেঞ্চুরি করেছেন, তাঁদের বোলিং আক্রমণ রেলওয়েজের শেফ ও ওয়েটারদের নিয়ে তৈরি।

  এর জবাবও নিজের স্টাইলেই দিলেন রবি শাস্ত্রী ৷ ফক্স স্পোর্টস-এর এক শো-তে শাস্ত্রী ও’কিফের উদ্দেশে বলেন, ‘‘ তুমি যখন নিজের ক্যান্টিন খুলবে ৷ তখন ময়াঙ্ক নিশ্চয় সেখানে গিয়ে কফির গন্ধ শুঁকে আসবে ৷ ও নিশ্চয় চাইবে নিজের দেশের কফির সঙ্গে এখানকার কফির তুলনা করে দেখতে ৷ কফি অস্ট্রেলিয়ায় বেশি ভাল না ভারতে  ! ’’

  First published: