Ravi Bishnoi: মজুরের কাজও করতে হয়েছিল, আত্মপ্রকাশেই স্টার রবি বিষ্ণোই

Last Updated:

২১ বছরের যুব লেগ স্পিনার রবি বিষ্ণোই (Ravi Bishnoi) আন্তর্জাতিক কেরিয়ারে অভিষেকের পরেই সকলের নজর কেড়ে নিয়েছেন৷ কিন্তু তাঁর কেরিয়ারের শুরুটা মোটেই মসৃণ ছিল না৷

ravi bishnoi t20i debut but work as labour in early life and now lucknow super giants team- Photo Courtesy- Instagram
ravi bishnoi t20i debut but work as labour in early life and now lucknow super giants team- Photo Courtesy- Instagram
#কলকাতা: ২১ বছরের যুব লেগ স্পিনার রবি বিষ্ণোই (Ravi Bishnoi) আন্তর্জাতিক কেরিয়ারে অভিষেকের পরেই সকলের নজর কেড়ে নিয়েছেন৷ কিন্তু তাঁর কেরিয়ারের শুরুটা মোটেই মসৃণ ছিল না৷ রাজস্থানের যোধপুরের বাসিন্দা তিনি৷ ছোটবেলায় ক্ষেতের মধ্যে অনুশীলন করতেন তিনি৷ কারণ ক্রিকেট শেখার নূন্যতম কোনও পরিকাঠামোও ছিল না৷ তারপর রবি বিষ্ণোই নিজের কোচের সঙ্গে মিলে ক্রিকেট অ্যাকাডেমি শুরুর চেষ্টা করেন৷ সেই অ্যাকাডেমি শুরু করতে গিয়ে নিজের মজুরের কাজও করেছেন৷ কিন্তু ক্রিকেট খেলার লড়াই চালিয়ে গেছেন৷
তিনি অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপে  (Under19 World Cup) শানদার পারফরম্যান্স করে সকলের নজর কাড়েন৷ ২০২০ তে ফাইনালে ভারতীয় দল ফাইনালে বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল৷ কিন্তু ৬ ম্যাচে ১৭ উইকেট নিয়ে নিজেকে প্রমাণ করেছিল৷ ভারত বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচ জেতানোর পর অধিনায়ক রোহিত শর্মা তাঁর প্রচুর প্রশংসা করেন৷
advertisement
advertisement
ভারত বনাম ওয়েস্টইন্ডিজ  (India vs West Indies) ৩ টি একদিনের ম্যাচের সিরিজ ভারত ৩-০ জিতে নিয়েছিল৷ তারপর ইডেন গার্ডেন্সে বসেছে ভারত বনাম ওয়েস্টইন্ডিজ টি টোয়েন্টি ম্যাচের সিরিজ৷ বুধবার প্রথম টি টোয়েন্টি ম্যাচে জয় দিয়েই অভিযান শুরু করেছে৷ তরুণ লেগ স্পিনার রবি বিষ্ণোই (Ravi Bishnoi)  এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক কেরিয়ারে অভিষেক করলেন৷ ২১ বছরের স্পিনার নিজের বোলিং দিয়ে প্রথম ম্যাচেই কামাল করলেন৷ ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন তিনি৷ অভিষেক ম্যাচে ভারতীয় স্পিনারদের এটা তৃতীয় সেরা পারফরম্যান্স ৷ কিন্তু রবি বিষ্ণোই-র একটা ফিল্ডিংয়ে গণ্ডগোলের জেরে টিম ইন্ডিয়ার ৫৩ রান অতিরিক্ত দিতে হয়৷
advertisement
ভারত প্রথম টি টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে ম্যাচ জিতেছে৷ ৩ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ইতিমধ্যেই ৬ উইকেটে জিতেছে ভারতীয় ক্রিকেট দল৷ এদিকে আইপিএলের মেগা নিলামেও লখনউ সুপার জায়ন্টস তাঁকে নিজেদের দলে নিয়েছে৷ ২০২০ ও ২০২১ -এ পঞ্জাব কিংসের জার্সিতে আইপিএল খেলেছেন তিনি৷ ২৩ ম্যাচে ২৪ উইকেট নিয়েছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ravi Bishnoi: মজুরের কাজও করতে হয়েছিল, আত্মপ্রকাশেই স্টার রবি বিষ্ণোই
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement