বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা পাকা এই ক্রিকেটারের! একদম নতুন নাম, দুরন্ত বোলার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Ravi Bishnoi: অনেকদিন পর এমন নতুন নাম ভারতীয় দলে। বিশ্বকাপের দলে জায়গা প্রায় পাকা।
কলকাতা: ভারতীয় দলের লেগ স্পিনার রবি বিষ্ণোই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি২০ সিরিজে ৯ উইকেট নিয়েছেন। রবি বিষ্ণোই যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে নির্বাচিত হন, তখনই স্পষ্ট ইঙ্গিত ছিল, তিনি পরের বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবেন! ভারতীয় টিম ম্যানেজমেন্টের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ এখন তিনি।
বিশ্বকাপের আগে ভারতকে ছয়টি টি-টোয়েন্টি খেলতে হবে। বোঝা যাচ্ছে ২৩ বছর বয়সী রবি বিষ্ণোই এবার যুজবেন্দ্র চাহালের জায়গা নিতে পারেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে নেই যুজবেন্দ্র চাহাল।
আরও পড়ুন- তেলেঙ্গানায় ক্লিন বোল্ড মহম্মদ আজহারুদ্দিন! রাজনীতিতে এবার তাঁর হাত খালি
যুজবেন্দ্র চাহাল এই বছর ৯ টি-টোয়েন্টি ম্যাচে ৯ উইকেট নিয়েছেন। রবি বিষ্ণোই ১১টি ম্যাচে ১৮টি উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজে রবি বিষ্ণোই ছিলেন ‘প্লেয়ার অফ দ্য সিরিজ’।
advertisement
advertisement
তিনি পাঁচ ম্যাচে ৯টি উইকেট নিয়েছিলেন। বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে চার ওভারে ৫৪ রান দেওয়া ছাড়াও বাকি ম্যাচে দুর্দান্ত বোলিং করেছেন রবি বিষ্ণোই। অস্ট্রেলিয়ান অধিনায়ক ম্যাথিউ ওয়েড স্বীকার করেন, ব্যাটসম্যানদের সহায়তা করা পিচেও রবি বিষ্ণোইকে খেলা সহজ ছিল না।
ম্যাথু ওয়েড বলেছেন, ‘ভারতের স্পিনাররা ভাল পারফর্ম করেছে। রবি বিষ্ণোই চারটি ম্যাচেই দুর্দান্ত বোলিং করেছেন। তাকে খেলা সহজ ছিল না।’ শ্রীলঙ্কার গ্রেট স্পিনার মুথাইয়া মুরালিধরন জিও সিনেমাকে বলেছেন, ‘বিষ্ণোই অন্য লেগ স্পিনারদের থেকে আলাদা। তিনি দ্রুত বল করেন, বল স্লাইড করান। সহায়ক উইকেটে তাঁকে খেলা খুব কঠিন।’
advertisement
আরও পড়ুন- IND vs AUS: বিশ্বকাপ হারের ক্ষতে প্রলেপ! অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারাল ভারত
রবি বিষ্ণোই এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ২১ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। ৩৪টি উইকেট নিয়েছেন তিনি।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
December 05, 2023 2:36 PM IST