Ranji Trophy Final: বাংলাকে লড়াইয়ে ফেরালেন বোলাররাই, প্রথম দিনের শেষে সৌরাষ্ট্র ২০৬/৫

Last Updated:

পাটা উইকেটে পেসারদের প্রত্যাঘাত ৷ রাজকোটে বাংলার কামব্যাক ৷

সৌরাষ্ট্র: ২০৬/৫ (৮০.৫ ওভার)
#রাজকোট: সকালটা এদিন ছিল পূজারাদেরই ৷ টস জিতে ব্যাট করতে নেমে ওপেনারদের টলানো যাচ্ছিল না ৷ প্রথম উইকেটের জুটিতেই ওঠে ৮২ রান ৷ রাজকোটের ব্যাটিং সহায়ক উইকেটে আরামেই রান আসছিল সৌরাষ্ট্রের দুই ওপেনার হার্ভিক দেসাই (৩৮) এবং অভি বারোত (৫৪)-এর ব্যাটে ৷ অবশেষে সৌরাষ্ট্রকে প্রথম ঝটকাটা দেন শাহবাজ আহমেদ ৷ আকাশদীপের বলে আউট হন বারোতও ৷ রঞ্জি ট্রফির ফাইনালে লড়াইয়েও ফেরে বাংলা।
advertisement
শেষ বেলায় পাটা উইকেটে পেসারদের প্রত্যাঘাত। রঞ্জি ফাইনালের প্রথম দিনে বাংলার কামব্যাক। ঈশান, আকাশদীপদের প্রশংসা করেও রাজকোটের উইকেট নিয়ে সমালোচনায় বাংলার কোচ অরুণলাল। জ্বর আসায় ম্যাচের মাঝপথেই এদিন মাঠ ছাড়লেন পূজারা।
advertisement
advertisement
রঞ্জি সেমিফাইনাল ছিল ঈশান, মুকেশের। আর রঞ্জি ফাইনালে বাংলাকে লড়াইয়ে রাখলেন আকাশদীপ। রাজকোটের পাটা উইকেটে প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের রান পাঁচ উইকেটে ২০৬। টস জিতে এদিন ব্যাটিং করার সিদ্ধান্ত নেন সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাটের। পাটা পিচে উইকেট তুলতে রীতিমতো ঘাম ঝরাতে হচ্ছিল শাহবাজদের। প্রথম ব্রেক থ্রুটা অবশ্য দেন তিনিই। দুরন্ত ক্যাচ ধরেন পরিবর্ত হিসেবে মাঠে নামা অভিষেক রমন। পরে সাময়িক রানের গতি বাড়লেও তা খুব বেশি বাড়েনি। দিনের শেষ বলে উইকেট তুললেন আকাশদীপ। পেসারদের প্রশংসা করলেও রঞ্জি ফাইনালের উইকেট নিয়ে রীতিমতো বিরক্ত বাংলার কোচ অরুণলাল।
advertisement
তবে প্রথম দিনের শেষে দুই শিবিরের জন্যই খারাপ খবর থাকল। ক্যাচ ধরতে গিয়ে চোট পেলেন সুদীপ, অনুষ্টুপ। আঙুলে চোট নিয়েই খেলছেন মনোজও। এদিকে জ্বর আসায় মাঝপথেই প্যাভিলিয়নে ফিরলেন নিউজিল্যান্ড ফেরত পূজারা। সৌরাষ্ট্রকে তিনশোর মধ্যে বেঁধে রাখাই আপাতত বঙ্গ ব্রিগেডের চ্যালেঞ্জ। ফ্যাক্টর, দ্বিতীয় দিনের প্রথম দুঘণ্টার খেলা।
বাংলা খবর/ খবর/খেলা/
Ranji Trophy Final: বাংলাকে লড়াইয়ে ফেরালেন বোলাররাই, প্রথম দিনের শেষে সৌরাষ্ট্র ২০৬/৫
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement