রঞ্জির ফাইনালে থাকছে সম্পূর্ণ ডিআরএস, আন্তর্জাতিক নিয়ম মেনেই হবে বাংলা বনাম সৌরাষ্ট্র
- Published by:Rohan Chowdhury
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Ranji Trophy final between Bengal and Saurashtra to have full DRS system. রঞ্জির ফাইনালে থাকছে সম্পূর্ণ ডিআরএস, আন্তর্জাতিক নিয়ম মেনেই হবে বাংলা বনাম সৌরাষ্ট্র
কলকাতা: এবার ইডেনে হতে চলা রঞ্জি ফাইনালে সম্পূর্ণ ডিআরএস, আন্তর্জাতিক নিয়ম মেনে করা হবে। একটা দল তিনটে করে নিতে পারবে। এর আগের বছর প্রচুর অভিযোগ উঠেছিল ভুল সিদ্ধান্ত নিয়ে। ম্যাচগুলি টিভিতে দেখানো হয়নি, সেখানেও ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে অনেকের আশঙ্কা। তবে বোর্ড এ সবে বিশেষ পাত্তা দেয়নি সেবার।
এক কর্তা বলেছিলেন, দেশের আম্পায়ারদের উপর আমাদের বিশ্বাস রয়েছে। ডিআরএস ব্যবহার করতে গেলে অনেক খরচ। ফাইনালে ডিআরএস না থাকলে কী এসে যায়। মাঠের আম্পায়ারদের ভরসা করতে হবে। কিন্তু এবার আর কোনও ঝুঁকি নিতে রাজি নয় বিসিসিআই। রবিবার মধ্যপ্রদেশের বিরুদ্ধে ৩০৬ রানে জেতে বাংলা। চন্দ্রকান্ত পণ্ডিতের দলকে তাদের মাঠে গিয়ে হারিয়ে আসেন লক্ষ্মীরতন শুক্লর ছেলেরা।
advertisement
গতবার যাদের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল এবার সেই দলকে একেবারে উড়িয়ে দিয়েছে আকাশ, প্রদীপ্তরা। সেমিফাইনালে মধ্যপ্রদেশের বিরুদ্ধে প্রথম ইনিংসে শতরান করেন অনুষ্টুপ মজুমদার এবং সুদীপ ঘরামি। দ্বিতীয় ইনিংসে ৮০ রান করেন অনুষ্টুপ। ভুল আউটের শিকার হয়ে দ্বিতীয় ইনিংসে মাঠ ছাড়তে হয় তাঁকে। আকাশ প্রথম ইনিংসে ৫ উইকেট নেন।
advertisement
"I congratulate the team on reaching the final of #RanjiTrophy. It is time we bring home the coveted trophy. The team is playing well. I can only hope they play to their potential in the final. And if they do so nothing is impossible," said CAB President #SnehasishGanguly.#CAB pic.twitter.com/k4xCp8VHpM
— CABCricket (@CabCricket) February 12, 2023
advertisement
বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা জানিয়ে দিয়েছেন ফাইনালে উঠেও তারা সন্তুষ্ট নন। আসল লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। সেই লক্ষ্যেই নিজেদের সবকিছু উজাড় করে দেবে ছেলেরা। ৩৩ বছর পর বাংলা আবার ভারত সেরা হবে কিনা ক্রিকেটে সেটা সময় বলবে। বাংলা শিবির আপাতত সেলিব্রেশন নয়, মন রাখতে চায় নিজেদের প্রস্তুতিতে। তবে ঘরোয়া ক্রিকেটে ডিআরএস অবশ্যই একটা বড় পদক্ষেপ বোর্ডের। অন্তত ভুল সিদ্ধান্তের অজুহাত কেউ দিতে পারবে না।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 12, 2023 11:22 PM IST