Ranji Trophy Final 2023: বাংলা চ্যাম্পিয়ন হলে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার দেবে সিএবি

Last Updated:

Ranji Trophy Final 2023: বৃহস্পতিবার থেকে শুরু বাংলা বনাম সৌরাষ্ট্রের রঞ্জি ট্রফির মেগা ফাইনাল। রঞ্জি ট্রফির মেগা ফাইনালের আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখছে না বাংলা শিবির।

বাংলা ক্রিকেট দল
বাংলা ক্রিকেট দল
কলকাতা: রঞ্জি ট্রফির ফাইনাল ঘিরে সাজো সাজো রব সিএবি জুড়ে। মাঠের লড়াইয়ের জন্য যতটা তৈরি বঙ্গ ব্রিগেড। মাঠের বাইরে ফাইনাল নিয়ে ততটাই উচ্ছ্বসিত সিএবি কর্তারা। ম্যাচ আয়োজনের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছেন কর্তারা। দর্শকদের বিনামূল্যে খেলা দেখার জন্য ইডেনের চারটি গেট খুলে দেওয়া হচ্ছে। শেষ রঞ্জি ট্রফি জয়ী বাংলার ক্রিকেট দলকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানো হচ্ছে সেই ফাইনালে কভার করা প্রত্যেক সাংবাদিককে।‌
এসব ছাড়াও আরও একটি বিশেষ ব্যবস্থা করছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। তবে এ ব্যবস্থা সম্পূর্ণ ক্রিকেটারদের জন্য। বাংলা রঞ্জি ট্রফি জিতলে বিরাট আর্থিক পুরস্কার দেওয়া হবে সিএবির তরফ থেকে। সূত্রের খবর, চ্যাম্পিয়ন হলে বাংলা দলকে পাঁচ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে সিএবির পক্ষ থেকে। প্রত্যেককে দেওয়া হবে ব্লেজার। এখনও যদিও সরকারিভাবে ঘোষণা হয়নি। তবে কর্তাদের মধ্যে আলোচনা হয়ে গিয়েছে বলেই খবর।
advertisement
advertisement
প্রসঙ্গত, রঞ্জি ট্রফি ফাইনালে নামার আগে অদ্ভুতভাবে শান্ত বাংলার শিবির। বাকি ম্যাচের মত ফাইনাল নিয়ে বাড়তি চাপ নিতে নারাজ বঙ্গ ব্রিগেড। তবে মাঠে নামার আগে কোনওরকম অনুশীলনে খামতি রাখতে চাইছেন না লক্ষ্মী-মনোজরা। বিপক্ষ বোলিং আক্রমণকে মাথায় রেখে অনুশীলনে বাঁহাতি বোলারদের বেশি করে বল করানো হচ্ছে। উইকেটে ঘাস থাকায় বাঁহাতি স্পিনার প্রদীপ্ত প্রামাণিকের জায়গায় প্রথম একাদশে পেস অলরাউন্ডার আকাশ ঘটক ঢুকবে তা একপ্রকার নিশ্চিত। ওপেনিংয়ে সুযোগ পেতে পারেন সুমন্ত গুপ্ত।
advertisement
মঙ্গলবার, অনুশীলন শেষে অধিনায়ক মনোজ তিওয়ারির হুংকার,"একপেশে ফাইনাল হবে। আমরাই চ্যাম্পিয়ন হব"।আসলে মনস্তাত্ত্বিক যুদ্ধে এগিয়ে থেকে মাঠে নামতে চাইছে বঙ্গ শিবির। শক্তিশালী সৌরাষ্ট্র বধের পরিকল্পনা তৈরি বঙ্গ ব্রিগেডের। মনোজের হুঙ্কারের পাল্টা জবাব দিয়েছেন সৌরাষ্ট্রের কোচ নিরাজ ওদেদ্বারা। বলেন,"মাঠের বাইরে থেকে মন্তব্য করে লাভ নেই খেলা হবে মাঠে।" ফলে রঞ্জি ফাইনালকে ঘিরে উত্তাপ চড়ছে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ranji Trophy Final 2023: বাংলা চ্যাম্পিয়ন হলে বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার দেবে সিএবি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement