Ranji Trophy Final 2023: প্রথম দিনের ভুল থেকে শিক্ষা, ঘুড়ে দাঁড়িয়ে পাল্টা প্রত্যাঘাত করার মেজাজে বাংলা
- Published by:Sudip Paul
- Written by: ERON ROY BURMAN
Last Updated:
Ranji Trophy Final 2023: ইডেন গার্ডেন্সে রঞ্জি ফাইনালে টস হেরে প্রথম ব্যাটিং করে ১৭৪ রান করল বাংলা। জবাবে প্রথম দিনের শেষে সৌরাষ্ট্রের স্কোর ৮১ রানে ২ উইকেট।
কলকাতা: "আমরা আত্মবিশ্বাসী আমরা ঠিক ঘুরে দাঁড়াবো। দিনের শেষে ড্রেসিংরুমে আমরা ভুলগুলি নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় দিন সকালটা খুব গুরুত্বপূর্ণ। আর আটটা ভালো বল চাই। এমনও তো হতে পারে আমরা প্রথম ইনিংসেও অল্প রানের লিড নিয়ে নিলাম। মরসুমের সব থেকে খারাপ দিনটা গেল ফাইনালের প্রথম দিন।" সবার শেষে ড্রেসিং রুম থেকে বেরিয়ে এক নিঃশেষে কথাগুলো বলে গেলেন বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি।
আসলে এই কথাগুলিই কিছুক্ষণ আগে ড্রেসিংরুমে ক্রিকেটারদের বোঝাচ্ছিলেন। পাঁচ দিনের ফাইনাল। এখনও ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে বাংলা দলের সামনে। ক্রিকেটাররা প্রথম দিনের ভুলগুলি বুঝতে পেরেছেন। তাই প্রথম দিন শেষে বিপাকে পড়লেও ড্রেসিংরুম থেকে বেরোনোর সময় ক্রিকেটারদের শরীরী ভাষা জানান দিচ্ছে এখনই ম্যাচ থেকে গিভ আপ করতে নারাজ শাহবাজ, আকাশ, মুকেশ, ঈশানরা।
advertisement
রঞ্জি ফাইনালের শুরুতেই টস হেরে ইডেনের সবুজ উইকেটে বিপাকে পড়ে যায় বাংলার ব্যাটিং লাইন। প্রথম পাঁচ ওভারে সতেরো রানে চার উইকেট হারিয়ে ধুঁকতে শুরু করে বাংলা। প্রথম ২ ওভারে তিন উইকেট পড়ে যায়। ০ রানে অভিমুন্য ঈশ্বরন আউট হওয়ার পরের ওভারে ২ উইকেট চলে যায় বাংলার। রঞ্জি ফাইনালে অভিষেক হওয়া সুমন্ত গুপ্ত ব্যর্থ। বাইরে যাচ্ছে ভেবে বল ছাড়তে গিয়ে ভুল জাজমেন্টে বোল্ড হন টুর্নামেন্টের সবথেকে সফল বাংলার ব্যাটার সুদীপ ঘরামী। পঞ্চম স্ট্যাম্পের বল তারা করতে গিয়ে স্লিপে ধরা পড়েন অধিনায়ক মনোজ। অনুষ্টুপ আর আকাশ কিছুটা হাল ধরার চেষ্টা করলেও ১৬ রানে আউট হন বাংলার অন্যতম ভরসা রুকু। ৩৪ রানের মধ্যেই ৫ উইকেট পড়ে যায় বাংলার।
advertisement
advertisement
শাহবাজের সঙ্গে পাল্টা লড়াই শুরু করেন আকাশ ঘটক। কিন্তু দিনের সব থেকে খারাপ শটে আচমকা তুলে মারতে গিয়ে ক্যাচ আউট হন আকাশ। ৬৫ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর যখন গোটা গ্যালারি ভাবতে শুরু করেছিল একশোর আগেই গুটিয়ে যাবে বাংলা তখনই হাল ধরেন শাহবাজ ও অভিষেক পোড়ল। সৌরাষ্ট্রের জোড়া বাঁ হাতি ফাস্ট বোলার জয়দেব উনাদকট ও চেতন সাকারিয়ার আগুনে পেস সামলে স্কোরবোর্ড এগিয়ে নিয়ে যেতে শুরু করেন বাংলার দুই ব্যাটার। ১০০ রানের পার্টনারশিপ ওঠে এই জুটিতে। কিন্তু ৬৯ রানে আউট হয়ে যান শাহাবাজ। ১৬৬ তে ছয় উইকেট পড়ে যাওয়ার পর ১৭৪ এর মধ্যে রানের মধ্যেই অলআউট হয়ে যায় বাংলা। ৫০ করার পর বাজে শটে আউট হন অভিষেক।
advertisement
আরও পড়ুনঃ Viral News: রূপ ও যৌবনের আগুনে উড়বে রাতের ঘুম, ইনিই বিশ্বের সবথেকে হট মহিলা রেফারি, দেখুন অ্যালবাম
প্রথম ইনিংসে মাত্র ১৭৪ রানের পুঁজি নিয়ে বল করতে নেমে বাংলার সব থেকে সফল বোলিং অ্যাটাক খেই হারিয়ে ফেলে। ৬ করে প্রত্যেক ওভারে রান তুলতে শুরু করেন সৌরাষ্ট্রের ওপেনাররা। তবে মনোজের একটি হার্ডেল বাংলাকে কিছুটা হলেও ম্যাচে ফেরায়। খেলা হাত থেকে বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরে নিয়ন্ত্রিত বোলিং শুরু করেন বাংলার ক্রিকেটাররা। তারপরেই দিনের শেষ দিকে আকাশদীপ ও মুকেশ একটি করে উইকেট তুলে নেন। দিনের শেষে ২ উইকেট হারিয়ে ৮১ রান তোলে সৌরাষ্ট্র। আকাশদীপ ছন্দ পেলেও ঈশান এক ওভারে ১২ রান দেন।
advertisement
এখনও ৯৩ রানের প্রথম ইনিংসে পিছিয়ে রয়েছে সৌরাষ্ট্র। জয়দেব উনাদকটদের কোচ নিরাজ ওদেদরা বলে যান,"এই ম্যাচ হাড্ডাহাড্ডি হতে চলেছে। ফলে ফার্স্ট ইনিংসে লিড খুব গুরুত্বপূর্ণ নাও হতে পারে। তবে লিড বেশি পেলে অ্যাডভান্টেজে থাকা যাবে।" পাশাপাশি নিজের বোলারদের প্রশংসা করেন তিনি। বাংলাকে এত কম রানে আটকে রাখতে পারার অ্যাডভান্টেজ তুলতে চান শুক্রবার। তবে বাংলার বোলাররা যে ভালো বোলিং করেননি সেটাও বলে দেন। সব মিলিয়ে প্রথম দিনের খেলা শেষে বিপাকে বাংলা এই লাইনটা বলাই যায়। তবে বাংলা হেরে যাবে তা নিশ্চিৎ করে বলার সময় এখনও আসেনি। একটা ভালো স্পেল খেলা ঘুরিয়ে দিতে পারে। তাই শুক্রবারের সকালটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে বাংলা শিবিরের কাছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2023 8:16 PM IST