ফুটবল খেলা উত্তেজনা অন্যান্য খেলার থেকে একটু আলাদ। তারমধ্যে ফুটবল বিশ্বে এমন কয়েক জন রেফারি রয়েছে তাদের রূপ পাগল করে সকলকেই।
ইতালির সিরি এ এবং সিরি বি লিগে রেফারিং করতে দেখা যায় তাকে। মাঠের খেলাও খুব কড়াভাবে নিয়ন্ত্রণ করার জন্য সুনাম রয়েছে ক্লউডিয়া রোমানির।
ক্লউডিয়া রোমানির রূপ দেখে হৃদয়ে ঝড় ওঠে না এমন ব্যক্তির সন্ধান বিশ্ব ফুটবলে পাওয়া খুব কঠিন। তার হট ও বোল্ডনেস দেখলে ঘম ঝরে অনেক পুরুষেরই।
২০০৬ সালে বিশ্বের ১০০ সেক্সিতম মহিলার তালিকায় প্রথমেই নাম ছিল তাঁর। মাঠে ম্যাচ খেলানোর সময় ফুটবলারও তার রূপ দেখে হতবাক হয়ে যেতেন।
২০১২ সালে ১০০ হটেস্ট বিকিনি ছবির মধ্যেই ভিএইচ ওয়ান চার্টে তিনটি ছবির জায়গা করে নিয়েছিল ক্লউডিয়া রোমানির। ফলে এখান থেকেই প্রমাণিত তিনি কতটা সুন্দরী।
ক্লউডিয়া রোমানি সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। ইনস্টাগ্রানে তাক ফ্যান-ফোলায়ার্সের সংখ্যা আকাশ ছোঁয়া। তাঁর বিকিনি পরিহিত ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল হয়।
বর্তমানে রেফারি হিসেবে ম্যাচ পরিচালনা করেন না ক্লউডিয়া রোমানি। তিনি মডেলিং নিয়ে ব্যস্ত রয়েছেন। মডেলিং জগতেও খুবই খ্যাতি অর্জন করেছেন ক্লউডিয়া রোমানি।
...