বাংলার জন্য জান কবুল! মন্ত্রী মনোজ ১৯ মাস পর যা করলেন, শুনে গর্ব হবে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Manoj Tiwary century: মন্ত্রীমশাই হওয়ার পরও তিনি মাঠে লড়ে যাচ্ছেন বাংলার জন্য। বাংলার ক্রিকেটে এখনও ভরসার নাম মনোজ।
কলকাতা: অনেকেই ভেবেছিলেন, রাজনীতিতে পা দেওয়ার পর তিনি আর কি ক্রিকেট খেলবেন! হয়তো ক্রিকেটের পাট চুকিয়ে তিনি এবার পুরোদস্তুর রাজনীতি নিয়েই থাকবেন। তবে সেই ধারণা আগেই ভেঙে দিয়েছেন মনোজ তিওয়ারি।
এবার সেই মন্ত্রী মনোজই বুঝিয়ে দিলেন, বাংলার জন্য তাঁর জান কবুল। যে কোনও পরিস্থিতিতে বাংলাকে গর্বিত করাই তাঁর জীবনের সেরা ব্রত। আর সেই লক্ষ্য থেকে তাঁকে সরাতে পারেনি রাজনীতির তু তু ম্যায় ম্যায়।
১৯ মাস পর প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরি করলেন মনোজ। প্রথম শ্রেণীর ক্রিকেটে নিজের ১০ হাজার রান পূর্ণ করলেন। বাংলা রঞ্জি ট্রফিতে অসমের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৪০৫ রান করল। সৌজন্য মনোজ তিওয়ারি ও অনুষ্টুপ মজুমদারের সেঞ্চুরি।
advertisement
advertisement
আরও পড়ুন- প্রথম ইনিংসে ১৯০ রানের লিড পেল ভারত,দ্বিতীয় ইনিংসে পাল্টা আক্রমণের পথে ইংল্যান্ড
শেষ রঞ্জি খেলতে নেমেছেন মনোজ। তাই হয়তো এবার তাঁর তাগিদ, রান পাওয়ার খিদে অন্যবারের থেকে দ্বিগুণ। আর প্রয়োজনে তিনিই যে বাংলার ক্রিকেটের মুখ, তা আরও একবার বুঝিয়ে গেলেন মনোজ তিওয়ারি। শুক্রবার সেঞ্চুরি করেছিলেন অনুষ্টুপ। শনিবার মন্ত্রীমশাইয়ের সেঞ্চুরিতে চালকের আসনে বাংলা।
advertisement
অনুষ্টুপ ও মনোজ, একজনের বয়স ৩৮, আরেকজনের ৩৯। তবে বয়সকে যেন লাগাম পরিয়ে রেখেছেন দুজনেই! অভিজ্ঞতা আর টেকনিক, এই দুইয়ে ভর করে দুজনে বাংলাকে শক্ত ভিতে বসান। না হলে শুক্রবার বাংলার ব্যাটিং লাইন ফাঁপড়ে পড়েছিল। কম রানে ৪ উইকেট হারিয়ে চাপ বাড়ছিল বাংলার উপর।
আরও পড়ুন- ভারতের পাল্টা ‘বাজবলে’ কোণঠাসা ইংল্যান্ড,দ্বিতীয় দিনের শেষে টিম ইন্ডিয়ার লিড ১৭৫
২০২২ সালের জুন মাসে শেষবার প্রথম শ্রেণীর ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন মনোজ। তার পর থেকে ব্যাটে খরা। তবে আবার সেই ব্যাটই আগুন ঝড়াল। বাংলার চতুর্থ ক্রিকেটার হিসেবে মনোজ প্রথম শ্রেণীর ক্রিকেটে ১০ হাজার রান করলেন।
advertisement
রঞ্জির তিন ম্যাচে মাত্র ৫ পয়েন্ট পেয়েছে বাংলা। ফলে এবার অসমকে তাড়াতাড়ি অল আউট করে ইনিংসে জিতে বোনাস পয়েন্ট ঘরে তোলাই মনোজ, অনুষ্টুপদের লক্ষ্য।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2024 3:11 PM IST