India vs England: প্রথম ইনিংসে ১৯০ রানের লিড পেল ভারত, দ্বিতীয় ইনিংসে পাল্টা আক্রমণের পথে ইংল্যান্ড
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs England Day 3 Live Score: হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন সকাল সকাব অলআউট হয়ে গেল ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারতের লিড ছিল ১৭৫ রান। সেখান থেকে মাত্র ১৫ রান যোগ করে ভারতীয় দল।
হায়দরাবাদ: হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিন সকাল সকাব অলআউট হয়ে গেল ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারতের লিড ছিল ১৭৫ রান। সেখান থেকে মাত্র ১৫ রান যোগ করে ভারতীয় দল। ১৯০ রানের লিড নিলেও দ্বিতীয় ইনিংসে ভাল শুরু ইংল্যান্ডের। তাপে দমে না গিয়ে নিজেদের ‘বাজবল’ ক্রিকেটেই আস্থা দেখায় ব্রিটিশরা। ১৫ ওভারে ব্যাট করে তৃতীয় দিনের মধ্যাহ্ন ভোজ পর্যন্ত ইংল্যান্ডের স্কোর ১৫ ওভারে ৮৯ রানে ১ উইকেট।
দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ছিল ৪২১ রানে ৭ উইকেট। ক্রিজে ৮১ রানে রবীন্দ্র জাদেজা ৩৫ রানে অক্ষর প্যাটেল অপরাজিত ছিল। তৃতীয় দিনের সকালে আরও ১৫ রান যোগ করেন জাদেজা ও অক্ষর জুটি। তারপর পরপর ৪৩৬ রানেই ৩ উইকেট হারায় ভারত। ৮৭ রান করে আউট হন রবীন্দ্র জাদেজা। জসপ্রীত বুমরাহ খাতা না খুলেই সাজঘরে ফেরেন। শেষ উইকেট পড়ে অক্ষর প্যাটেলের। ৪৪ রান করেন তিনি।
advertisement
আরও পড়ুনঃ Lifestyle: দেওয়াল থেকে কতটা দূরে রাখা উচিৎ ফ্রিজ? বিল উঠবে কম, বাড়বে আয়ূ, জানুন বিস্তারিত
advertisement
১৯০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ইংল্য়ান্ড। ওপনিং জুটিতে ৪৫ রান যোগ করেন জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। এরপর ৩১ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন ক্রাউলি। এরপর অলি পোপের সঙ্গেইনিংস এগিয়ে যান ডাকেট। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ১ উইকেটে ৮৯ ইংল্যান্ড। ৩৮ রানে অপরাজিত বেন ডাকেট ও ১৬ রানে অলি পোপ।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2024 12:24 PM IST