করোনা আতঙ্কে রঞ্জি ফাইনালে পঞ্চম দিন দর্শকশূন্য স্টেডিয়াম! ইতিহাস থেকে 72 রানে দূরে বাংলা
- Published by:Akash Misra
Last Updated:
রঞ্জি ফাইনালে করোনা আতঙ্ক। শুক্রবার ম্যাচের শেষ দিন দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে।
#রাজকোট: রঞ্জি ফাইনালে করোনা আতঙ্ক। শুক্রবার ম্যাচের শেষ দিন দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে। সিদ্ধান্ত নিল সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন। বিদেশমন্ত্রক ও স্বাস্থ্য মন্ত্রকের তরফে বিসিসিআইকে একটি নির্দেশিকা পাঠানো হয়। বিদেশমন্ত্রকের নির্দেশিকায় বোর্ডকে আইপিএল বাতিল করার জন্য পরামর্শ দেওয়া হয়। স্বাস্থ্য মন্ত্রকের তরফের বলা হয় কোনও খেলায় যেন জমায়েত না করা হয়। এই জোড়া নির্দেশিকার পর ভারতীয় ক্রিকেট বোর্ডে দফায় দফায় আলোচনা শুরু হয়। এরপরই বোর্ডের সঙ্গে কথা বলেন সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তারা। তারপরে সিদ্ধান্ত নেওয়া হয় রঞ্জি ফাইনালের পঞ্চম দিন স্টেডিয়াম ক্লোজডোর রাখার।
বাংলা ও সৌরাষ্ট্র দলের খেলোয়ার, সাপোর্ট স্টাফ, আম্পায়ার সহ অ্যাসোসিয়েশনের কর্তারা, মাঠ কর্মী ও সাংবাদিকরা শুধুমাত্র মাঠে ঢুকতে পারবেন। সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জয়দেব শাহ বলেন, "বোর্ডে যে নির্দেশিকা এসছে সেটা মেনেই আমরা রঞ্জি ফাইনালের শেষ দিন স্টেডিয়াম দর্শকশূন্য রাখছি। ইতিমধ্যেই প্রেস বিজ্ঞপ্তি দিয়ে সেটা জানানো হয়েছে। দর্শকদের মাঠের না আসার জন্য অনুরোধ করা হচ্ছে"
advertisement
রঞ্জি ফাইনালে প্রথম চারদিন গড়ে হাজার দুয়েক দর্শক খেলা দেখতে এসেছিলেন। সমস্ত দর্শক সৌরাষ্ট্র ক্রিকেট দলের জন্য সমর্থন করেছিলেন। কলকাতা থেকেও একজন সমর্থক সৌরাষ্ট্র এসেছিলেন বাংলাকে সমর্থন করবেন বলে। সেই অমিত বন্দ্যোপাধ্যায় শুক্রবার বাড়ি ফিরে যাচ্ছেন। রাজকোটে করোনা আতঙ্কের মাঝে শুক্রবার ফাইনালের শেষ দিন খেলা শুরু হবে নির্ধারিত সময়ের 15 মিনিট আগে। ম্যান্ডেটারি ওভার বাকি থাকায় এ সিদ্ধান্ত।
advertisement
advertisement
এদিকে ইতিমধ্যেই আইপিএল ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভারত ও দক্ষিণ আফ্রিকা একদিনের সিরিজের বাকি দুটি ম্যাচ দর্শকশূন্য স্টেডিয়ামে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সিরিজের শেষ একদিনের ম্যাচে 18 তারিখে ইডেনে। সেখানেও দর্শকশূন্য হওয়ার সম্ভাবনা। টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। নবান্নে গিয়ে বৈঠক করে এসেছেন তিনি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া। দু-একদিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
advertisement
এদিকে প্রথম ইনিংসে লিড পেতে বাংলার এখনও প্রয়োজন 72। হাতে রয়েছে 4 উইকেট। 91 রানের পার্টনারশিপ গড়ে ক্রিজে রয়েছেন ক্রাইসিস-ম্যান অনুষ্টুপ ও লড়াকু অর্ণব। সৌরাষ্ট্র প্রথম ইনিংসে 425 তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষে বাংলার স্কোর 6 উইকেটে 354। অনুষ্টুপ-অর্ণব জুটির ওপরই ভরসা রাখছে টিম ম্যানেজমেন্ট। তবে ক্রিকেট বিশেষজ্ঞদের মতে ম্যাচ এখন 50- 50। সকালের প্রথম ঘণ্টায় ঠিক হয়ে যেতে পারে ম্যাচের ভাগ্য। চতুর্থ দিন সকালে সুদীপ ও ঋদ্ধিমান মিলে দলকে এগিয়ে নিয়ে যায়। 81 রানে আউট হন সুদীপ। 64 রানে প্যাভিলিয়নে ফেরেন ঋদ্ধিমান। ক্যালেন্ডার আকাশদীপ মুকেশ কুমার ঈশান পোড়েল দিনের খেলা শেষে আলাদা করে নিতে অনুশীলন করানো হয়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 12, 2020 10:57 PM IST