Ramdas Athwale on India vs Pakistan match in T20 World Cup: টি টোয়েন্টি বিশ্বকাপে বন্ধ হোক ভারত- পাক মহারণ, দাবি তুললেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আগামী ২৪ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত৷ দীর্ঘদিন বাদে বাইশ গজে মুখোমুখি হবে দুই চিরশত্রু ()৷
#দিল্লি: জম্মু কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলা বাড়ছে৷ কাশ্মীর উপত্যকায় নিরীহ মানুষকে হত্যা করছে জঙ্গিরা৷ এই পরিস্থিতিতে টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup) ভারত বনাম পাকিস্তানের ম্যাচ বাতিলের দাবি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস অঠওয়ালে (Ramdas Athwale on India vs Pakistan match in T20 World Cup)৷ তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে ভারত এবং পাকিস্তানের মধ্যে খেলা বন্ধ হওয়া উচিত৷
কেন্দ্রীয় সামাজিক ন্যায়বিচার মন্ত্রীর দাবি, ভারতীয় ক্রিকেটারদেরই পাকিস্তানের সঙ্গে না খেলা উচিত৷ বিশ্বকাপে ভারত- পাক ম্যাচ (India vs Pakistan) বন্ধ করার জন্য তিনি কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী অনুরাগ ঠাকুরকেও চিঠি লিখবেন৷
আগামী ২৪ অক্টোবর টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) পাকিস্তানের মুখোমুখি হবে ভারত৷ দীর্ঘদিন বাদে বাইশ গজে মুখোমুখি হবে দুই চিরশত্রু৷ তাই এই ম্যাচ নিয়ে উত্তেজনাও বাড়ছে৷ তারই মধ্যে ম্যাচ বন্ধের দাবিতে সরব হলেন রামদাস অঠওয়ালে৷
advertisement
advertisement
তবে একা রামদাস অঠওয়ালে নন, দিল্লির আপ বিধায়ক অতিসি মারলেনাও ভারত পাক ম্যাচ বন্ধের দাবি জানিয়েছেন৷ তাঁর মতে, এই পরিস্থিতিতে ভারত- পাক ম্যাচ না করার দাবিতে সহমত হবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ কারণ তাঁর মতে, অতীতে মুখ্যমন্ত্রী থাকাকালীনও বিরূপ পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে ম্যাচ বন্ধের দাবিতে সওয়াল করেছিলেন নরেন্দ্র মোদি৷
advertisement
আর এক কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং-ও দাবি করেছেন, ভারত এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কের উন্নতি না হওয়া পর্যন্ত খেলা নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত৷ তাঁর আরও অভিযোগ, কাশ্মীরে জঙ্গি হামলা নিয়ে চুপ করে রয়েছে কংগ্রেস৷ অথচ লখিমপুর নিয়ে রাজনীতি করছে তারা৷
সম্প্রতি বিহােরর দুই শ্রমিককে কাশ্মীরে গুলি করে হত্যা করে জঙ্গিরা৷ বিহারের উপমুখ্যমন্ত্রী তারকিশোর প্রসাদ বলেন, 'কাশ্মীরে ভিন রাজ্যের বাসিন্দাদের হত্যার ঘটনা খুবই দুঃখজনক৷ পাকিস্তান ভারতে জঙ্গি হামলার ঘটনা বৃদ্ধিতে মদত দিচ্ছে, এই পরিস্থিতিতে খেলার মতো জিনিস বন্ধ রাখাই শ্রেয়৷'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 19, 2021 6:43 PM IST