আইপিএলে সেঞ্চুরি করেছিলেন ইডেনে, সেই ক্রিকেটারের হাল এখন চোখে জল আনবে
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
ভোপাল: ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত নাম রজত পতিদার। মধ্যপ্রদেশের এই ক্রিকেটার রঞ্জিতে বাংলার বিরুদ্ধে যেমন অসাধারণ ব্যাট করে চ্যাম্পিয়ন হয়েছিলেন, তেমনই আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও খেলেছেন তিনি। ইডেনে লখনউ সুপার জায়ান্ট দলের বিপক্ষে প্রথম অনক্যাপড ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন ৫৪ বলে।
রজতকে নিয়ে প্রচন্ড উচ্ছ্বসিত ছিলেন বিরাট কোহলি। আগামী কয়েক বছর রজত ভারতীয় ক্রিকেটে রাজ করবেন এমনটাই জানিয়েছিলেন বিরাট। কিন্তু তারপর থেকে রজত ছিটকে গিয়েছিলেন একটা গোড়ালির জন্য। সেই কারণে এবারের আইপিএলে ছিলেন না তিনি। এবার অস্ত্রপ্রচার করে নিয়েছেন মধ্যপ্রদেশের এই ব্যাটসম্যান।
advertisement
advertisement
Just wanted to give a quick update to all my supporters out there. I recently underwent surgery for an injury that has been troubling me for a while now, but I'm happy to say that it went well and I'm on the road to recovery! Thank you all for prayers ❤️. Your RP pic.twitter.com/jSKiTwGr8q
— Rajat Patidar (@rrjjt_01) May 3, 2023
advertisement
সোশ্যাল মিডিয়ায় একটা বড় পোস্ট লিখেছেন রজত। তিনি জানিয়েছেন সমর্থকদের কথা দিচ্ছি কয়েকদিন বিশ্রাম নেওয়ার পর রিহ্যাব শুরু করব। আর বিছানায় শুয়ে থাকতে ভাল লাগছে না। আইপিএল মিস করছি। আরসিবি ড্রেসিং রুম মিস করছি। আপনাদের ভালোবাসা এবং প্রার্থনা কামনা করছি। আশা করছি তাড়াতাড়ি সুস্থ হয়ে মাঠে নামতে পারব।
advertisement
বিরাট কোহলি পর্যন্ত লাইক করেছেন এই পোস্ট। রজত না থাকার কারণে বিরাট কোহলির দলের মিডল অর্ডার নড়বড়ে লেগেছে। এখন দেখার ইডেনে সেঞ্চুরি করে যাওয়া মধ্যপ্রদেশের রজত কত তাড়াতাড়ি আবার ক্রিকেটের মূল স্রোতে ফিরে আসতে পারে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 03, 2023 4:41 PM IST