Jos Buttler credits Mushtaq Ahmed : এক পাকিস্তানি ক্রিকেটারের পরামর্শেই দুরন্ত ছন্দে বাটলার! জানেন কে?
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Jos Buttler credits Pakistani Mushtaq Ahmed for his improvement in batting. আইপিএলে বাটলারের আগুনে ফর্মের পেছনে অবদান রয়েছে এক পাকিস্তানির
#মুম্বই: এবারের আইপিএলে দুর্দান্ত খেলছেন জস বাটলার। রাজস্থান রয়্যালসের এই ইংলিশ তারকা এরই মধ্যে করে ফেলেছেন তিনটি শতক। টি-টোয়েন্টিতে নিজের দুর্দান্ত ফর্মটাকে আইপিএলে রীতিমতো অবিশ্বাস্য বা নিয়েছেন বাটলার। আইপিএলে গত মরশুমে প্রথম শতকটি পেয়েছিলেন বাটলার, টি-টোয়েন্টি ক্যারিয়ারেই সেটি প্রথম শতক ছিল তাঁর। সেই বাটলার এবারের আইপিএলেই করে ফেলেছেন তিনটি শতক।
আইপিএলে সবচেয়ে বেশি ৬টি শতক ক্রিস গেইলের। কোহলির শতক ৫টি। ৪টি করে শতক বাটলার ছাড়াও আছে শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নারের। টি-টোয়েন্টিতে বাটলার বোধ হয় এ মুহূর্তে নিজের সেরা সময়টাই কাটাচ্ছেন। এটা তাঁর ক্যারিয়ারের সেরা সময়, এমনটা বলাও বোধ হয় খুব বাড়াবাড়ি কিছু নয়। সর্বশেষ ২৪ ইনিংসেই এটি চতুর্থ শতক তাঁর।
advertisement
advertisement
Jos Buttler credits Mushtaq Ahmed for helping him hitting big sixes — "I was naturally good in hitting sixes outside off but Mushtaq Ahmed advised me to prefer hitting sixes on offside. He told one cant hit sixes to offside if he focuses on legside so it helped me making mindset"
advertisement
— Arfa Feroz Zake (@ArfaSays_) April 25, 2022
তাঁর এই দুর্দান্ত ফর্মের কৃতিত্বটা বাটলার দিয়েছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মুশতাক আহমেদকে। ১৯৯২ সালে পাকিস্তানের হয়ে বিশ্বকাপ জেতা মুশতাক ইংল্যান্ড ক্রিকেট দলের কোচ হিসেবে কাজ করেছেন। সেই সময়ই নাকি বাটলারকে বিভিন্নভাবে সহায়তা করেছেন। তাঁর কয়েকটি টিপস নাকি ব্যাটসম্যান হিসেবে বাটলারের দারুণ কাজে এসেছে।
advertisement
রাজস্থান রয়্যালসের টুইটার পেজে রবিচন্দ্রন অশ্বিন আর জস বাটলারকে মুখোমুখি বসিয়ে দেওয়া হয়েছিল। দুজন দুজনকে প্রশ্ন করেছেন, একে অন্যের কাছ থেকে নানা বিষয় বের করে এনেছেন। সেখানেই অশ্বিনের এক প্রশ্নের জবাবে বাটলার মুশতাক আহমেদের কথা জানান। বাটলার জানিয়েছেন, ইংল্যান্ডের কোচিং স্টাফে কাজ করার সময় পাকিস্তানের প্রাক্তন এই তারকা লেগ স্পিনার তাঁর বিভিন্ন দুর্বলতা খুঁজে বের করতে সহায়তা করেছেন।
advertisement
মুশতাক আহমেদ সব সময় আমাকে অফ সাইডেই খেলতে বলতেন। অফ সাইডে খেলার পর তিনি মনোযোগ লেগ সাইডে ঘোরাতে বলতেন। তিনি বলতেন, তুমি যদি কেবল লেগ সাইডে মারার সুযোগ খুঁজতে থাক, তাহলে কখনোই অফ সাইডে খেলতে পারবে না। তাঁর এই পরামর্শ আমার পরবর্তী সময়ে দারুণ কাজে এসেছে।
এবারের আইপিএলে এখন পর্যন্ত ৪৯১ রান বাটলারের। গড়টা অবিশ্বাস্য—৮১.৮৩। বাটলার মনে করেন মুশতাকের এমন পরামর্শ তাকে উপমহাদেশের পরিস্থিতিতে কিভাবে রান করতে হয়, সেটা সম্পর্কে বুঝতে সাহায্য করেছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 25, 2022 9:29 PM IST