ললিত মোদির সংস্থায় কানাকড়ি নেই, বোর্ড-লোধা দ্বৈরথে বিপাকে রাজস্থান

Last Updated:

কোষাগারে টান। ললিত মোদির সংস্থায় এখন কানাকড়ি নেই। বোর্ড-লোধা দ্বৈরথে এখন চিঁড়েচ‍্যাপ্টা রাজস্থান ৷

#জয়পুর: কোষাগারে টান। ললিত মোদির সংস্থায় এখন কানাকড়ি নেই। বোর্ড-লোধা দ্বৈরথে এখন চিঁড়েচ‍্যাপ্টা রাজস্থান ৷
ক্রিকেট সংস্থা। অগত‍্যা বোর্ডকে চিঠি দিয়েছে আরসিএ। আদালতে গিয়েছে আর্জি। তবু রঞ্জির বাকি ম‍্যাচে দল নামানোই চ‍্যালেঞ্জ রাজস্থানের।
ললিত মোদির সংস্থায় এখন ভাঁড়ে মা ভবানী। একসময় গ্রেগ চ‍্যাপেলকে এনে নতুন ক্রিকেট অ‍্যাকাডেমি গড়ে ভারতীয় ক্রিকেটে দিশা দেখাত রাজস্থান। এখন এমন হাল যে রঞ্জিতে দল নামানোই সবচেয়ে বড় চ‍্যালেঞ্জ। মোদি অরুচির জন‍্য দীর্ঘদিন ধরেই বোর্ডের কোপে ছিল রাজস্থান ক্রিকেট সংস্থা। এমনকী, আরসিএ-র অনুমোদনও বাতিল করেছে বোর্ড। রঞ্জিতেও টিম রাজস্থান নামে খেলতে হয় একসময় টিম ইন্ডিয়া খেলা পঙ্কজ সিংদের।
advertisement
advertisement
বোর্ড বনাম লোধা টানাপোড়েনে দীর্ঘদিন ধরেই কোষাগারে টান পড়েছে আরসিএ-র। অবশেষে নিরুপায় হয়ে বোর্ডকে চিঠি লিখে ফেলেছেন সচিব সুমেন্দ্র তিওয়ারি। কিন্তু বিসিসিআই-এর আপাতত হাত পা বাঁধা। সুপ্রিম কোর্টের ফরমানে আপাতত বন্ধ সব লেনদেন। ভারত-ইংল‍্যান্ড সিরিজের আয়োজক রাজ‍্য সংস্থা ছাড়া কাউকেই দেওয়া যাচ্ছে না কানাকড়ি। অগত‍্যা আরসিএ-র কাতর আর্জি সুপ্রিম কোর্ট এবং লোধা কমিশনকে জানিয়েছেন শিরকে। কিন্তু সমাধানের আশা এখনও নেই।
বাংলা খবর/ খবর/খেলা/
ললিত মোদির সংস্থায় কানাকড়ি নেই, বোর্ড-লোধা দ্বৈরথে বিপাকে রাজস্থান
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement