IND vs ENG: শেষ দিনে হবে না ভারত-ইংল্যান্ড ম্যাচ? মাথায় হাত দুই দলের! কারণটা কী
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG 1st Test: লিডসে শেষ দিনে রোমাঞ্চকর পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট। ম্যাচ এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কোনও ফল হতে পারে।
লিডসে শেষ দিনে রোমাঞ্চকর পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারত বনাম ইংল্যান্ডের প্রথম টেস্ট। ম্যাচ এমন এক পরিস্থিতিতে দাঁড়িয়ে যে কোনও ফল হতে পারে। শেষ দিনে ইংল্যান্ডের দরকার ৩৫০ রান। বাজবল ক্রিকেট খেলে জয়ের জন্য সবরকম চেষ্টা চালাতে পারে ইংল্যান্ড। ভারতের জয়ের জন্য দরকার ১০ উইকেট। ড্রয়ের সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
ক্রিকেট প্রেমিরা লিডসে শেষ দিনে হাড্ডাহাড্ডি ক্রিকেট দেখার অপেক্ষায় থাকলেও শেষ দিনের খেলা পন্ড হয়ে যেতে পারে। কারণ লিডসের হাওয়া অফিস জানিয়েছে আশঙ্কার কথা। লিডসের হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার সেখানে ৮৪ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে অন্তত ৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি দিনভর মেঘলা আকাশ থাকতে পারে। সূর্য থাকতে পারে মেঘের আড়ালে। ইংল্যান্ডের স্থানীয় সময় বেলা ১১টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা খানিকটা কম। তবে একেবারে বৃষ্টি হবে না সে কথা বলা যাচ্ছে না। ফলে এমন উত্তেজক ম্যাচে শেষ দিনে বৃষ্টির কারণে খেলা ভেস্তে গেলে আফশোস হওয়াটা স্বাভাবিক।
advertisement
advertisement
প্রসঙ্গত, লিডসে শেষ ইনিংসে ইংল্যান্ডকে ৩৭১ রান টার্গেট দিয়েছে ভারত। চতুর্থ দিনের শেষে ইংল্যান্ডের স্কোর বিনা উইকেটে ২১ রান। শেষে দিনে হাডডাহাড্ডি ক্রিকেট দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমিরা। বিশেষ করে ভারতীয় দল কিছুটা অ্য়াডভান্টেজে থাকায় বৃষ্টি না নামার প্রার্থনায় ভারতীয় দল ও ফ্যানেরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 24, 2025 1:40 PM IST