ছাতা দিয়ে বাঁধা হল ব্যান্ডেজ, বাংলার ফুটবলের বেহাল দশা! প্রশ্নে ফুটবল সংস্থার ভূমিকা
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Sudip Paul
Last Updated:
Kolkata Football League: চলতি কলকাতা লিগে ঘটল এমন ঘটনা,যা সবকিছুকে প্রশ্নের মুখে ফেলে দিল। সামনে আসল এক এমন ছবি যা দেখে রীতিমত আঁতকে উঠতে হয়।
কলকাতা লিগের কৌলিন্য ফেরাতে আইএফএ-র তরফ থেকে বরাবর নানা দাবি করা হয়ে থাকে। পরিকাঠামোগত অনেক উন্নতি হয়েছে বলেও দাবি করা হয় আইএফএ-র তরফে। কিন্তু চলতি কলকাতা লিগে ঘটল এমন ঘটনা,যা সবকিছুকে প্রশ্নের মুখে ফেলে দিল। সামনে আসল এক এমন ছবি যা দেখে রীতিমত আঁতকে উঠতে হয়।
কসলকাতা লিগের ম্যাচে চোট পাওয়া প্লেয়ারের ব্যান্ডেজ করা হল জোড়া ছাতা দিয়ে। মোহনবাগান বনাম রেলওয়ের ম্যাচে এই ঘটনার ছবি শোরগোল ফেলে দিয়েছে কলকাতা ময়দানে। ব্যারাকপুর স্টেডিয়ামে চলছিল ম্যাচ। খেলা চলাকালীন মার্শাল কিস্কুর ট্যাকেলে গুরুতর আহত হন রেলওয়ের তারক হেমব্রম। মাঠেই যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি।
সেরম কোনও ব্যবস্থা না থাকায় যন্ত্রণা কমাতে চোট পাওয়ার জায়গায় দুটি ছাতা দিয়ে ব্যান্ডেজ বাঁধা হয়। হাঁটুর নীচে দুদিকে দুটি ছাতা রেখে সাপোর্ট দিয়ে তারউপর দিয়ে ব্যান্ডেজ বাঁধা হয়। যন্ত্রণায় কাতরাতে থাকা তারকের সাহায্য করেন মোহনবাগান দলের চিকিৎসক। যন্ত্রনা কমাতে জন্য দ্রুত ইঞ্জেকশন। প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্স করে মাঠ ছাড়েন তারক।
advertisement
advertisement
আরও পড়ুনঃ IND vs ENG: জয়ের পরও লর্ডস টেস্টে বাদ ৩ তারকা! ভারতীয় দলে বড় পরিবর্তন! এমন কান্ড আগে ঘটেনি!
এই খবর ছড়িয়ে পড়তেই আইএফএ এর পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন। এমনিতেই ক্রিকেটমুখী আধুনিক প্রজন্মের ফুটবলের প্রতি ঝোঁক কিছুটা কম। এবার এমন চিত্র দেখে বাবা-মায়েরা কোন ভরসা সন্তানদের ফুটবল খেলতে পাঠাবে তা নিয়ে উঠতে শুরু করেছেন প্রশ্ন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 07, 2025 5:56 PM IST










