‘আমি আপনার বাড়িতেই থাকব, যাবো না’ মহিলা গুণমুগ্ধের কথায় চমকে গিয়েছিলেন দ্রাবিড়
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
ভারতীয় দলে একটা দীর্ঘসময় ধরে তাঁর মতো মাল্টিটাস্কিং প্লেয়ার সত্যিই দুর্লভ
#হায়দরাবাদ: ‘মিস্টার ডিপেন্ডেবল’, এই নামেই তাঁকে চেনে আসমুদ্র হিমাচল। ভারতীয় ক্রিকেট দলের এক সময়ের স্তম্ভ রাহুল দ্রাবিড়ের ফ্যান ফলোয়িংয়ের সংখ্যা কম নয়। শুধু ফ্যান ফলোয়িং বললে অবশ্য ঠিক হবে না, বিশেষত মহিলাদের মধ্যে এই ভারতীয় ক্রিকেটারের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। তেমনই এক মহিলা গুণমুগ্ধের কীর্তি একদিন অবাক করে দিয়েছিল দ্রাবিড়কে। ২০১৬ সালে দেওয়া একটি সাক্ষাৎকারে সেই দিনের কথা বলেছিলেন তিনি।
‘সেদিন আমি সদ্য ভারতীয় দলের হয়ে একটা ক্রিকেট ট্যুর সেরে ফিরেছি। দুপুরবেলা বাড়িতে বিশ্রাম নিচ্ছিলাম। উঠলাম যখন মা বললেন, বাইরে একজন ফ্যান এক ঘণ্টা ধরে অপেক্ষা করছেন। হায়দরাবাদ থেকে তিনি শুধু আমার সঙ্গে দেখা করবেন বলে এখানে এসেছেন। আমি ভাবলাম, একবার দেখা করে নেওয়াই যায়। কী আর এমন হবে, হয়ত সই চাইবেন, ছবি তুলবেন।
advertisement
কিন্তু আমি ওনার কথা শুনে চমকে গিয়েছিলাম। উনি বললেন, অনেক দূর থেকে বাড়ি ছেড়ে দিয়ে উনি এখানে চলে এসেছেন। তাই এখান থেকে উনি যাবেন না। আমার বাড়িতেই থাকবেন। তারপর অবশ্য বুঝিয়ে সুঝিয়ে বিষয়টির সমাধান করা গিয়েছিল। কিন্তু আমার বাড়ির লোক বুঝে গিয়েছিলেন, এ ভাবে যে কাউকে হুট করে বাড়িতে ঢুকতে দেওয়া ঠিক নয়।’ ঘটনাটা বলার পরেই হেসে উঠেছিলেন দ্রাবিড়।
advertisement
advertisement
এ কথা সত্যি, ভারতীয় দলে একটা দীর্ঘ সময় ধরে তাঁর মতো মাল্টিটাস্কিং প্লেয়ার সত্যিই দুর্লভ। একসময়ে দলের প্রয়োজনে উইকেট কিপিং করেছেন নিয়মিত। দলের মিডল অর্ডারের তিনিই ছিলেন স্তম্ভ। অধিনায়কত্বও করেছেন। সব মিলিয়ে তিনি ছিলেন দলের সম্পদ। মনও জয় করেছেন বহুজনের। আর এই গুণমুগ্ধদের মধ্যেই লুকিয়ে আছেন বহু মহিলা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2020 3:46 PM IST

