Qatar World Cup, LGBTQ: সমকামীদের নো এন্ট্রি! কাতার বিশ্বকাপে নতুন সিদ্ধান্তে চাপে ফিফা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
LGBTQ+ fan are not welcomed in Qatar hotels during FIFA World Cup. সমকামীদের নো এন্ট্রি! কাতার বিশ্বকাপে নতুন সিদ্ধান্তে চাপে ফিফা
দোহা: বিশ্বকাপের সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লোক সমাগম ঘটবে কাতারে। থাকবে সমকামী (এলজিবিটি) কমিউনিটির সদস্যরাও। তবে ফিফা স্বীকৃত কয়েকটি হোটেল সমকামীদের জায়গা দিতে অস্বীকৃতি জানিয়েছে। এ খবর প্রকাশিত হওয়ার পর ক্ষোভ দেখা দিয়েছে এলজিবিটিদের মধ্যে। অন্যদিকে ফিফা পরিষ্কার জানিয়ে দিয়েছে, সমকামীদের অধিকার রক্ষা না করলে বাতিল করে দেওয়া হবে হোটেলগুলোর সঙ্গে থাকা চুক্তি।
মধ্যপ্রাচ্যের বাকি সব দেশের মতো কাতারেও সমকামিতাকে অপরাধ হিসেবেই দেখা হয়। তবে বিশ্বকাপ আয়োজক কমিটি তাদের স্বাগত জানিয়েছে। এলজিবিটি ফ্যানরা এরই মধ্যে টিকিট কিনে পছন্দমতো হোটেলে বুকিং দিচ্ছে। স্ক্যান্ডিনেভিয়ান মিডিয়ার অনুসন্ধানে বেরিয়ে আসে, সমকামী শোনার পর তাদের প্রতি খুব একটা আগ্রহ দেখায়নি ৬৯টি হোটেল।
advertisement
advertisement
An investigation has revealed a number of Fifa-recommended hotels in Qatar have refused to accept LGBTQ+ guests, despite previous claims people of all sexualities and genders would be welcomed for the World Cup.https://t.co/azHsJQg1hu pic.twitter.com/0V6wt0SX0z
— The Miss Internet (@themissinternet) May 15, 2022
advertisement
তিনটি হোটেল সরাসরিই ‘না’ বলে দেয়। আরেকটি হোটেল জানায়, সমকামীদের রুম বুকিং দেওয়া তাদের পলিসির পরিপন্থী। তবে বাকি হোটেলগুলোতে কোনো সমস্যা হয়নি। ৩৩টি হোটেলে জরিপ চালিয়ে এমন তথ্য পেয়েছে সাংবাদিকরা। এ ব্যাপারে ডেনিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সিইও জ্যাকব ইয়ানসেন বলেন, বিশ্বকাপ দেখতে যাওয়া ভক্তদের জন্য এটা হতাশার।
তারা যেই মতাদর্শেরই হোক না কেন নিরাপদ হোটেল পাওয়াটা তাদের অধিকার। এর আগে কাতারের মেজর জেনারেল আব্দুল আজিজ আব্দুল্লাহ আল আনসারি জানান, হোমো-সেক্সুয়ালদের মাঠে প্রবেশে কোনো বাধা নেই। কিন্তু তিনি সমকামিতা প্রচারণার ঘোরতর বিরোধী। রংধনু পতাকা মূলত সমকামী স্বাধীনতা ও তাদের অধিকারের প্রতীক বহন করে। আনসারির ভয়, কাতারে হামলার শিকার হতে পারেন সমকারীরা। তিনি বলেন, আমি যদি এটা না করি, পাশে থাকা অন্য কারোর আক্রমণের শিকার হতে পারে সে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 15, 2022 2:09 PM IST