Qatar Football World Cup: এসি স্টেডিয়ামে বসে দেখা হবে ফুটবল বিশ্বকাপ, কাতারে তৈরি ৮ টি এসি স্টেডিয়াম, দেখুন

Last Updated:

তাই কাতার নিজেদের ফুটবল স্টেডিয়ামগুলো (AC Stadium) ঠাণ্ডা করার ব্যবস্থা রয়েছে৷ যা প্লেয়ারদের এবং দর্শকদের স্বস্তি দেবে৷দেখুন...

qatar's eight world cup stadiums are fully air conditioned- Photo- Collected
qatar's eight world cup stadiums are fully air conditioned- Photo- Collected
#কাতার: বিশ্বকাপ (World Cup) ফুটবলের (Football)  ইতিহাসে প্রথমবার ফুটবল খেলা হবে শীতে! কারণ বিশ্বকাপের ভ্যেনু মধ্যপ্রাচ্যের আগুনে গরম দেশে৷ কাতারে জুন ও জুলাইতে গড় তাপমাত্রা থাকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ তাই ফুটবল মহাযজ্ঞের আসর বসবে নভেম্বর -ডিসেম্বরে৷
শীতকালে কাতার ফুটবল বিশ্বকাপ (Qatar Football World Cup) আয়োজন হলেও তখনও তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে৷ তাই কাতার নিজেদের ফুটবল স্টেডিয়ামগুলো (AC Stadium) ঠাণ্ডা করার ব্যবস্থা রয়েছে৷ যা প্লেয়ারদের এবং দর্শকদের স্বস্তি দেবে৷
advertisement
advertisement
তারা নিজেদের আটটি স্টেডিয়ামে (Stadium) এয়ার কন্ডিশানিংয়ের (AC Stadium) ব্যবস্থা করেছে৷ ঠাণ্ডা বাতাস প্রবেশ করানো হবে স্ট্যান্ড দিয়ে পাশাপাশি নজেল দিয়ে ঠাণ্ডা করা হবে পিচ৷
advertisement
কুলিং টেকনোলজি হবে সৌরশক্তি ব্যবহার করে৷ যা কাতার বিশ্ববিদ্যালয়ের সাহায্যে তৈরি হচ্ছে৷ ডক্টর সৌদ আব্দুলআজিজ ঘানি কাতারের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং যাঁর ডাকনাম ডক্টর কুল তিনি এই পুরো বিষয়টায় নেতৃত্ব দিয়েছেন৷
advertisement
ফিফা .কমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘‘এটা শুধু ঠাণ্ডা করাই নয়, তার সঙ্গে বাতাস পরিষ্কার করাও৷’’
তিনি আরও জানিয়েছেন, ‘‘আমরা দর্শকদের জন্য বাতাস পরিষ্কার করছি, উদাহরণ হিসেবে যাঁদের অ্যালার্জি আছে তাঁদের যাতে আমাদের স্টেডিয়ামে কোনও অসুবিধা না হয় যাতে তাঁরা নিঃশ্বাস নেওয়ার জন্য পরিষ্কার ও বিশুদ্ধ বাতাস পান৷ ’’
advertisement
তিনি আরও বলেছেন, ‘‘ আগে থেকে ঠাণ্ডা হওয়া বাতাস গ্রিলের মধ্যে দিয়ে ঢুকবে৷ পিচের দিকে থাকবে লার্জ নজল৷ এয়ার সারকুলেশন টেকনিক ব্যবহার করে ঢোকানো হবে, কুল হওয়া বাতাস ফেরানো হবে ফের তা ঠাণ্ডা করা হবে, ফিল্টার করা হবে৷’’
advertisement
‘‘সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠাণ্ডাটাকে কার্যকারীভাবে করা৷ বাইরের কোনও বাতাস স্টেডিয়ামে প্রবেশ করতে দেওয়া হবে না৷ তাই স্টেডিয়ামে সাইজ ও শেপ অনুযায়ি বাতাস ঢোকানো হবে৷ যা গরম বাতাসকে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Qatar Football World Cup: এসি স্টেডিয়ামে বসে দেখা হবে ফুটবল বিশ্বকাপ, কাতারে তৈরি ৮ টি এসি স্টেডিয়াম, দেখুন
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement