#নয়াদিল্লি: ইতিহাসের পাতায় পিভি সিন্ধু। শুভেচ্ছার বন্যায় ভাসলেন হায়দরাবাদি শাটলার। সিন্ধুকে ট্যুইটে শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী সকলেই। শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Proud of you #PVSindhu. Well done. All the best for finals #Rio2016
— Mamata Banerjee (@MamataOfficial) August 18, 2016
What a player !! @Pvsindhu1 I'm waiting for you to join me in the club. You have no idea how lonely it's been !!! — Abhinav Bindra (@Abhinav_Bindra) August 18, 2016
রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী, অমিতাভ থেকে শাহরুখ। ট্যুইটে শুভেচ্ছার বন্যায় ভাসলেন পিভি সিন্ধু। ট্যুইটে সিন্ধুকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিন্ধুকে নিয়ে ট্যুইটে শোভা দে-কে খোঁচা অমিতাভ বচ্চনের। যিনি অলিম্পিক শুরুর দিনকয়েকের মধ্যেই ট্যুইট করে বিতর্ক বাড়িয়েছিলেন। পিভি সিন্ধুকে ট্যুইটে শুভেচ্ছা জানিয়ে বিগ বি লেখেন, ‘‘ মহিলাদের ক্ষমতাকে ছোট করবেন না। সিন্ধু আপনি ভারতের গর্ব। আপনার সঙ্গে ‘সেলফি’ তোলার ইচ্ছা রইল।’’
কপিলদেব, সচিন তেন্ডুলকর থেকে রাজনাথ, সনিয়া, রাহুল, ভাসলেন সিন্ধুর জয়ে। ছাত্রীর গলায় সোনার পদক দেখেই হাল ছাড়তে চান গোপীচাঁদ। শুধু গোপীচাঁদই নন, সিন্ধুকে নিয়ে উচ্ছ্বসিত তাঁর প্রথম কোচও।
Yeaaahh!! @Pvsindhu1 through to the #badminton finals with such an amazing performance!! Congratulations! Superb smashes! — sachin tendulkar (@sachin_rt) August 18, 2016
I SALUTE YOU #PVSindhu. Those smashes could move mountains. WHAT AGRRESSION !!! Another Indian Woman creates history #goforgold #Rio2016 — Kapil Dev (@therealkapildev) August 18, 2016
@Pvsindhu1 has performed brilliantly @Olympics. She has made India proud. 1st girl 2 play finals. #womenpower — Sushil Kumar (@WrestlerSushil) August 18, 2016
Bhaiyo es chori ne bhe lath gaad diya proud of #PVSindhu and wish u all the best for finale hope u come up wth gold
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Abhinav Bindra, Badminton, Best Wishes, Olympics, Pv sindhu, Rio Olympics, Rio Olympics 2016, Tweets