হোম /খবর /খেলা /
বয়সের কারণেই শিখর নন, আইপিএলে পঞ্জাবের নেতৃত্ব দেবেন মায়াঙ্ক

Mayank Agarwal IPL : বয়সের কারণেই শিখর নন, আইপিএলে পঞ্জাবের নেতৃত্ব দেবেন মায়াঙ্ক আগরওয়াল

তারুণ্যের প্রতি ভরসা রেখে মায়াঙ্ক আগারওয়ালকে অধিনায়ক করার পথে পঞ্জাব কিংস

তারুণ্যের প্রতি ভরসা রেখে মায়াঙ্ক আগারওয়ালকে অধিনায়ক করার পথে পঞ্জাব কিংস

Punjab Kings likely to rope Mayank Agarwal as captain for IPL 2022. তারুণ্যের প্রতি ভরসা রেখে মায়াঙ্ক আগারওয়ালকে অধিনায়ক করার পথে পঞ্জাব কিংস

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: গত মরসুমের তাদের অধিনায়ক কে এল রাহুলকে ইচ্ছা সত্ত্বেও ধরে রাখতে পারেনি পঞ্জাব কিংস। নিলামে ৮ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে শিখর ধাওয়ানকে কেনে পঞ্জাব কিংস। এরপরই আসন্ন আইপিএলে অভিজ্ঞ এই ওপেনারের হাতেই দলের ব্যাটন তুলে দেওয়া হবে বলে কিংস টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয়। কিন্তু হঠাৎ করেই মতবদল ম্যানেজমেন্টের। শিখর ধাওয়ানের বদলে অপেক্ষাকৃত অনভিজ্ঞ মায়াঙ্ক আগরওয়ালের কাঁধেই অধিনায়কত্বের গুরুদায়িত্ব দিতে চলেছেন তারা।

আরও পড়ুন - Daniel Chima Chukwu ISL: ইস্টবেঙ্গল থেকে জামশেদপুরে গিয়ে কিভাবে বদলে গেলেন চিমা? যা বললেন নাইজেরীয় স্ট্রাইকার

সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমন খবরই জানা যাচ্ছে। খুব শীঘ্রই মায়াঙ্ক আগরওয়ালের নাম দলের অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। গত মরসুমের পর অর্শদীপ সিং এর সঙ্গে ভারতীয় দলের ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে ধরে রেখেছিল পঞ্জাব কিংস। নামপ্রকাশে অনিচ্ছুক ম্যানেজমেন্টের এক সদস্য সংবাদসংস্থাকে জানিয়েছেন, যা সম্ভাবনা তাতে মায়াঙ্কই দলের নেতৃত্ব দিতে চলেছে।

আরও পড়ুন - Djokovic vs Jiri Vesely : ভেসেলির কাছে হেরে এবার ১ নম্বর আসন হাতছাড়া করলেন নোভাক জোকোভিচ

এই সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা হতে পারে। দলের সঙ্গে যুক্ত একটা সূত্র জানাচ্ছে, শিখর ধাওয়ানের মত খেলোয়াড়ের দলে অন্তর্ভুক্তি স্বাগত জানানোর মতোই। নিলামে তাকে নেওয়ার জন্য বিরাট আগ্রহ ছিল। শিখর একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়, কিন্তু মনে হচ্ছে কিংস ম্যানেজমেন্ট মায়াঙ্ককেই অধিনায়ক হিসেবে চায়। এদিকে, পঞ্জাব কিংসের সম্ভাব্য অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল জানিয়েছেন, যদি আমার কাঁধে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়, আমি পঞ্জাব কিংসকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত।

দল যাই চাইবে আমার থেকে, খেলোয়াড় হিসেবে আমি দলের জন্য সবকিছু করতে প্রস্তুত। আমায় অধিনায়ক করা হোক বা না হোক, দল আমায় যে দায়িত্ব দেবে আমি সর্বতোভাবে তা পালন করব। ৩১ বছর বয়সী মায়াঙ্ক আগরওয়াল দেশের হয়ে এখনো পর্যন্ত ১৯ টি টেস্ট ও ৫ টি একদিনের ম্যাচ খেলেছেন। আইপিএলের গত মরসুমে দলের অধিনায়ক কে এল রাহুল চোট পাওয়ার জন্য মায়াঙ্ক কিছু সময়ের জন্য দলের নেতৃত্ব দেন।

গত দুই মরসুমে মায়াঙ্ক ৪০০ এর উপরে রান করেছেন। ২০১১ সালে আইপিএলে আত্মপ্রকাশ ঘটে মায়াঙ্কের। আইপিএলে ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়ে গেছে তার, প্রায় ১৩৬ স্ট্রাইক রেটে ২ হাজার ১৩১ রান করেছেন মায়াঙ্ক। অন্যদিকে, শিখর ধাওয়ান আইপিএলে এখনো পর্যন্ত ১৯২ টি ম্যাচ খেলেছেন, প্রায় ১২৭ স্ট্রাইক রেটে করেছেন ৫ হাজার ৭৮৪ রান।

Published by:Rohan Chowdhury
First published:

Tags: IPL 2022, PBKS