Mayank Agarwal IPL : বয়সের কারণেই শিখর নন, আইপিএলে পঞ্জাবের নেতৃত্ব দেবেন মায়াঙ্ক আগরওয়াল

Last Updated:

Punjab Kings likely to rope Mayank Agarwal as captain for IPL 2022. তারুণ্যের প্রতি ভরসা রেখে মায়াঙ্ক আগারওয়ালকে অধিনায়ক করার পথে পঞ্জাব কিংস

তারুণ্যের প্রতি ভরসা রেখে মায়াঙ্ক আগারওয়ালকে অধিনায়ক করার পথে পঞ্জাব কিংস
তারুণ্যের প্রতি ভরসা রেখে মায়াঙ্ক আগারওয়ালকে অধিনায়ক করার পথে পঞ্জাব কিংস
সংবাদসংস্থা পিটিআই সূত্রে এমন খবরই জানা যাচ্ছে। খুব শীঘ্রই মায়াঙ্ক আগরওয়ালের নাম দলের অধিনায়ক হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। গত মরসুমের পর অর্শদীপ সিং এর সঙ্গে ভারতীয় দলের ওপেনার মায়াঙ্ক আগরওয়ালকে ধরে রেখেছিল পঞ্জাব কিংস। নামপ্রকাশে অনিচ্ছুক ম্যানেজমেন্টের এক সদস্য সংবাদসংস্থাকে জানিয়েছেন, যা সম্ভাবনা তাতে মায়াঙ্কই দলের নেতৃত্ব দিতে চলেছে।
advertisement
advertisement
এই সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক ভাবে অধিনায়ক হিসেবে তার নাম ঘোষণা হতে পারে। দলের সঙ্গে যুক্ত একটা সূত্র জানাচ্ছে, শিখর ধাওয়ানের মত খেলোয়াড়ের দলে অন্তর্ভুক্তি স্বাগত জানানোর মতোই। নিলামে তাকে নেওয়ার জন্য বিরাট আগ্রহ ছিল। শিখর একজন চ্যাম্পিয়ন খেলোয়াড়, কিন্তু মনে হচ্ছে কিংস ম্যানেজমেন্ট মায়াঙ্ককেই অধিনায়ক হিসেবে চায়। এদিকে, পঞ্জাব কিংসের সম্ভাব্য অধিনায়ক মায়াঙ্ক আগরওয়াল জানিয়েছেন, যদি আমার কাঁধে নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়, আমি পঞ্জাব কিংসকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত।
advertisement
দল যাই চাইবে আমার থেকে, খেলোয়াড় হিসেবে আমি দলের জন্য সবকিছু করতে প্রস্তুত। আমায় অধিনায়ক করা হোক বা না হোক, দল আমায় যে দায়িত্ব দেবে আমি সর্বতোভাবে তা পালন করব। ৩১ বছর বয়সী মায়াঙ্ক আগরওয়াল দেশের হয়ে এখনো পর্যন্ত ১৯ টি টেস্ট ও ৫ টি একদিনের ম্যাচ খেলেছেন। আইপিএলের গত মরসুমে দলের অধিনায়ক কে এল রাহুল চোট পাওয়ার জন্য মায়াঙ্ক কিছু সময়ের জন্য দলের নেতৃত্ব দেন।
advertisement
গত দুই মরসুমে মায়াঙ্ক ৪০০ এর উপরে রান করেছেন। ২০১১ সালে আইপিএলে আত্মপ্রকাশ ঘটে মায়াঙ্কের। আইপিএলে ১০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা হয়ে গেছে তার, প্রায় ১৩৬ স্ট্রাইক রেটে ২ হাজার ১৩১ রান করেছেন মায়াঙ্ক। অন্যদিকে, শিখর ধাওয়ান আইপিএলে এখনো পর্যন্ত ১৯২ টি ম্যাচ খেলেছেন, প্রায় ১২৭ স্ট্রাইক রেটে করেছেন ৫ হাজার ৭৮৪ রান।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Mayank Agarwal IPL : বয়সের কারণেই শিখর নন, আইপিএলে পঞ্জাবের নেতৃত্ব দেবেন মায়াঙ্ক আগরওয়াল
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement