Indian football: সুনীলদের এশিয়ান গেমসে বাদ দেওয়ার পেছনে পি টি ঊষা! ছি ছি করছেন সকলে
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
ফুটবল দল শেষ পর্যন্ত এশিয়ান গেমসে অংশ নিতে না পারে তবে তার জন্য পিটি ঊষা দায় এড়াতে পারবেন না
দিল্লি: ভারতীয় ফুটবলপ্রেমীদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। যে কারণ দেখিয়ে এশিয়ান গেমস থেকে বাদ দেওয়া হয়েছে ভারতীয় ফুটবল দলকে সেটা না হলেও পারত। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রথম আট দলের মধ্যে না থাকার কারণে এশিয়ান গেমসে অংশ নিতে পারবে না ভারতীয় ফুটবল দল। এশিয়াতে ভারতের তালিকা ১৮ নম্বরে। কথাটা ভুল এমন নয়। কিন্তু এই নিয়ম সব ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত।
এশিয়ান গেমসে এমন অনেক দলকে পাঠানো হচ্ছে যাদের তালিকা যা থাকা উচিত তার থেকে নিচে। আর ফুটবলের এমন সর্বনাশ করে চুপচাপ বসে মজা দেখছেন পি টি ঊষা। ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তিনি। শোনা যায় তার সঙ্গে নাকি ভারতীয় ফুটবলের প্রেসিডেন্ট বাংলার কল্যাণ চৌবের ইগো সমস্যা আছে। তাই ঊষা জেনে শুনে চক্রান্ত করেছেন ফুটবলের বিরুদ্ধে।
advertisement
.@90ndstoppage @BluePilgrims @IFTWC @sevensftbl @FootbalIndiaFan @IndianfootballH @WestBlockBlues @MbcOfficial @EBRPFC @TheMalabarians @kbfc_manjappada @kbfcfansoff#IndianFootballForAsianGames https://t.co/ZSU69kHhf1
— RevSportz (@RevSportz) July 20, 2023
advertisement
কিন্তু ভারতীয় ফুটবলপ্রেমীরা জানতে চান না কার সঙ্গে কার ইগোর সমস্যা আছে। তারা দেখতে চান এশিয়ান গেমসে ভারত খেলছে। চিনের মাটিতে সুনীল, আশিক, মহেশরা বাঘের মতো লড়াই করছে। সবচেয়ে বড় কথা ভারতের ফুটবল কোচ ইগর স্টিম্যাক নিজে কথা দিয়েছেন এশিয়ান গেমসে সুযোগ পেলে ভারত গর্বিত করবে দেশকে। গত তিন মাসে তিনটি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় ফুটবল দল।
advertisement
সাফ কাপে লেবানন এবং কুয়েতের মতো শক্তিশালী মধ্যপ্রাচ্যের দলকে হারিয়েছে। আত্মবিশ্বাসের অভাব নেই এই দলটায়। ভারতের কোচ এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে প্রধানমন্ত্রী মোদিকে চিঠি দিয়েছেন। অনুরাগ ঠাকুরকে অনুরোধ করেছেন। এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল খেললে দেশের ফুটবলপ্রেমীদের খেলাটার প্রতি ভালোবাসা আরও বেড়ে যাবে কথা দিয়েছেন। কিন্তু পিটি ঊষা নিয়ম দেখিয়ে যাচ্ছেন।
advertisement
এটা দেখছেন না ফুটবলের আবেগ সারা দেশে ছড়িয়ে পড়ছে। বাংলাদেশ যেখানে ফুটবল দল পাঠাচ্ছে সেখানে ভারত পাঠাবে না এমন কি করে হয়? চূড়ান্ত সিদ্ধান্ত অবশ্য এখনো আসেনি। ভারতীয় ফুটবলপ্রেমীরা আশায় আছেন যদি শেষ মুহূর্তে নিয়ম বদল হয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে।
তবে যদি ফুটবল দল শেষ পর্যন্ত এশিয়ান গেমসে অংশ নিতে না পারে তবে তার জন্য পিটি ঊষা দায় এড়াতে পারবেন না। হতে পারেন তিনি দেশের কিংবদন্তি অ্যাথলিট। অতীতে ভারতকে গর্বিত করেছেন। কিন্তু মানুষের সম্মান হারাবেন যদি এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দল না যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 20, 2023 11:23 AM IST