Faf Du Plessis: পাকিস্তান প্রিমিয়ার লিগের ম্যাচে মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ডু’প্লেসি !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
PSL-এ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং পেশোয়ার জালমির মধ্যে খেলা চলছিল। পেশোয়ার ব্যাট করার সময় সপ্তম ওভারে এই ঘটনা ঘটে।
আবু ধাবি: শনিবার ছিল খেলার মাঠে দুর্ঘটনার দিন ৷ ফুটবল থেকে ক্রিকেট সর্বত্রই শুধু আতঙ্কের খবর ৷ ইউরো কাপে ডেনমার্ক বনাম ফিনল্যান্ড খেলা চলাকালীন মাঠের মধ্যেই ক্রিশ্চিয়ান এরিকসনের জ্ঞান হারানো এবং চিকিৎসার জন্য বেরিয়ে যাওয়ার ঘটনার পাশাপাশি এদিন আবু ধাবির মাঠেও পাকিস্তান প্রিমিয়ার লিগের একটি খেলায় মাথায় সাংঘাতিক চোট পান দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু’প্লেসি ৷
BREAKING - Faf du Plessis has been sent to hospital for a check-up after he collided with Mohammad Hasnain while fielding in PSL game.#FafduPlessis #PSL pic.twitter.com/QGMnvCCPG6
— AIPWA@ANI (@AIPWAANI5) June 12, 2021
advertisement
PSL-এ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং পেশোয়ার জালমির মধ্যে খেলা চলছিল। পেশোয়ার ব্যাট করার সময় সপ্তম ওভারে এই ঘটনা ঘটে। বাউন্ডারি লাইনের ধারে বল আটকাতে গিয়ে পাকিস্তানের মহম্মদ হাসনাইনের হাঁটু এসে লাগে ডু’প্লেসির মাথায়। সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন ডু’প্লেসি ৷ সেই সময় ব্যাট করছিলেন ডেভিড মিলার ৷ দৌড়ে তিনিও ছুটে আসেন ডু প্লেসির কী হয়েছে, দেখার জন্য ৷ এরপর ডু’প্লেসিকে আবু ধাবির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কনকাশন পরিবর্ত হিসেবে ডু’প্লেসির জায়গায় এরপর সইম আয়ুবকে মাঠে নামানো হয় ৷ ডু’প্লেসির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 13, 2021 9:59 AM IST