Faf Du Plessis: পাকিস্তান প্রিমিয়ার লিগের ম্যাচে মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ডু’প্লেসি !

Last Updated:

PSL-এ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং পেশোয়ার জালমির মধ্যে খেলা চলছিল। পেশোয়ার ব্যাট করার সময় সপ্তম ওভারে এই ঘটনা ঘটে।

আবু ধাবি: শনিবার ছিল খেলার মাঠে দুর্ঘটনার দিন ৷ ফুটবল থেকে ক্রিকেট সর্বত্রই শুধু আতঙ্কের খবর ৷ ইউরো কাপে ডেনমার্ক বনাম ফিনল্যান্ড খেলা চলাকালীন মাঠের মধ্যেই  ক্রিশ্চিয়ান এরিকসনের জ্ঞান হারানো এবং চিকিৎসার জন্য বেরিয়ে যাওয়ার ঘটনার পাশাপাশি এদিন আবু ধাবির মাঠেও পাকিস্তান প্রিমিয়ার লিগের একটি খেলায় মাথায় সাংঘাতিক চোট পান দক্ষিণ আফ্রিকার ফ্যাফ ডু’প্লেসি ৷
advertisement
PSL-এ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স এবং পেশোয়ার জালমির মধ্যে খেলা চলছিল। পেশোয়ার ব্যাট করার সময় সপ্তম ওভারে এই ঘটনা ঘটে। বাউন্ডারি লাইনের ধারে বল আটকাতে গিয়ে পাকিস্তানের মহম্মদ হাসনাইনের হাঁটু এসে লাগে ডু’প্লেসির মাথায়। সঙ্গে সঙ্গেই মাঠে লুটিয়ে পড়েন ডু’প্লেসি ৷ সেই সময় ব্যাট করছিলেন ডেভিড মিলার ৷ দৌড়ে তিনিও ছুটে আসেন ডু প্লেসির কী হয়েছে, দেখার জন্য ৷ এরপর ডু’প্লেসিকে আবু ধাবির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। কনকাশন পরিবর্ত হিসেবে ডু’প্লেসির জায়গায় এরপর সইম আয়ুবকে মাঠে নামানো হয় ৷ ডু’প্লেসির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলেই জানিয়েছেন চিকিৎসকরা ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Faf Du Plessis: পাকিস্তান প্রিমিয়ার লিগের ম্যাচে মাথায় গুরুতর আঘাত পেয়ে হাসপাতালে ডু’প্লেসি !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement