আন্তর্জাতিক যোগাতে 'জোড়া পদক' জেলায়! সমাপ্তি ও রোহনের সাফল্যে খুশির হাওয়া, গর্বের মুহূর্ত
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Koushik Adhikary
Last Updated:
মুর্শিদাবাদ থেকে অংশগ্রহণ করে পদক জয়লাভ করে ভারতের মুখ উজ্জ্বল করে বাড়ি ফিরল বাংলার প্রতিযোগীরা।
মুর্শিদাবাদ: বিশাখাপত্তনামে আয়োজিত হল বিশ্ব যোগা প্রতিযোগিতা ২০২৪। এটির ব্যবস্থাপনায় ছিল ইউনিভার্সাল যোগা স্পোটর্স ফেডারেশন বা UYSF যা ভারতের যোগ ব্যায়াম চর্চার একটি সর্বোচ্চ সংগঠন। আর সেই যোগাতে মুর্শিদাবাদ থেকে অংশগ্রহণ করে পদক জয়লাভ করে ভারতের মুখ উজ্জ্বল করে বাড়ি ফিরল প্রতিযোগীরা। নিজেকে সুস্থ রাখতে ও মনকে চাঙ্গা রাখতে যোগা অত্যন্ত জরুরি। তাই মোবাইল ছেড়ে বর্তমান দিনে যোগার গুরুত্ব বাড়ছে। জেলা স্তর থেকে রাজ্য এবং দেশ অতিক্রম করে আন্তর্জাতিক স্তরে পদক জয়লাভ করল মুর্শিদাবাদ জেলার চারজন। তাদের মধ্যে অন্যতম সমাপ্তি সাহা ও রোহন দাস।
জানা গিয়েছে, ট্র্যাডিশনাল যোগাতে তিনটি ব্রোঞ্জ ও একটি রৌপ্যপদক জয়লাভ করেছে বিশ্ব যোগাতে অংশ গ্রহণ করে। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বাসিন্দা সমাপ্তি সাহা ও রোহন দাস তারা তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন। ইতি মধ্যেই বাড়ি ফিরে আসতেই ফুলের মালা দিয়ে সংবর্ধনা জানানো হয়। পদক জয় করতেই খুশিতে মেতে ওঠেন শহরবাসী।
advertisement
advertisement
প্রতিযোগীরা জানান, মোট দশটি দেশ অংশগ্রহণ করেছিলেন এই যোগা প্রতিযোগিতাতে। শ্রীলঙ্কা, নেপাল ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশ অংশগ্রহণ করেছিলেন। গত ২৮শে ডিসেম্বর বিশাখাপত্তনমের সাইপল্লিতে এই খেলার আয়োজন করা হয়। জেলা স্তর থেকে শুরু করে আন্তর্জাতিক স্তরে গিয়ে পদক জয় লাভ করতে পারার ফলে খুশি তারাও। কান্দি ছাতিনাকান্দি গুরুপদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র রোহন দাস। অন্যদিকে শহরের এক দরিদ্র পরিবার থেকে উঠে আসা সমাপ্তি সাহা। আর্থিক প্রতিকুলতা থাকলেও অনেকেই অর্থ সাহায্য করেছিলেন সমাপ্তি কে। ফলে পদক জয় হতেই খুশি খুদে পদক জয়ী সমাপ্তি সাহা রোহন দাস সকলেই।
advertisement
কৌশিক অধিকারী
Location :
Murshidabad,Murshidabad,West Bengal
First Published :
January 04, 2025 4:20 PM IST