Pro Kabaddi League: পুনের কাছে লজ্জার হার বেঙ্গল ওয়ারিয়র্স দলের, চমকপ্রদ জয় ইউপি যোদ্ধার

Last Updated:

Pro Kabaddi League Bengal Warriors face yet another defeat against Puneri Paltan. প্রো কবাডি লিগে ফের হার বেঙ্গল ওয়ারিয়র্স দলের, জিতল ইউপি যোদ্ধা

প্রো কবাডি লিগে ফের হার বেঙ্গল ওয়ারিয়র্স দলের, জিতল ইউপি যোদ্ধা
প্রো কবাডি লিগে ফের হার বেঙ্গল ওয়ারিয়র্স দলের, জিতল ইউপি যোদ্ধা
প্রথম অর্ধের শুরু থেকেই ডিফেন্স ভোগাতে শুরু করে বেঙ্গল ওয়ারিয়র্সকে। পয়েন্ট এর দিক থেকে দেখলে প্রথম অর্ধে রেইডের থেকে দুই দলই প্রায় সমান পয়েন্ট অর্জন করলেও দুবার বাংলাকে অল আউট করার সুবাদে অনেক অতিরিক্ত পয়েন্ট অর্জন করে পুনের দলটি। মোট ৯টি ট্যাকেল পয়েন্ট অর্জন করে পুনে প্রথম অর্ধে। এর জন্যই বাংলার উপর ২০-১১ এর লিড নিতে সক্ষম হয় তারা ম্যাচের প্রথম হাফে।
advertisement
advertisement
দ্বিতীয় অর্ধেও একই খেলার প্রদর্শন করে বেঙ্গল ওয়ারিয়র্স এর দল। ডিফেন্সের ভুলের খেসারত দিতে হয় আবার তাদের। দ্বিতীয় অর্ধে একটিও ট্যাকেল পয়েন্ট অর্জন করেতে ব্যর্থ হন বাংলার ডিফেন্ডাররা। উপরন্ত দুবার অল আউট হয় তারা। দ্বিতীয় অর্ধের শেষের দিকে রেইড পয়েন্ট বেশি অর্জন করে হারের ব্যবধান কমানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় মনিন্দররা।
advertisement
বেঙ্গলের হয়ে মনিন্দর সিং ১৩ পয়েন্ট অর্জন করেন। তাকে সাহায্য করেন আকাশ। আকাশ ৮ পয়েন্ট অর্জন করতে সমর্থ হয়। অন্যদিকে পুনের আসলাম ইনামদার ১৭ পয়েন্ট অর্জন করেন এদিন ম্যাচে। যার মধ্যে ১৬টি রেইড পয়েন্ট। এই ম্যাচে হারের পর নবম স্থানে নামল বেঙ্গল ওয়ারিয়র্স। দশম স্থানে পুনে।
দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু বুলস এবং ইউ পি যোদ্ধা। ম্যাচে জয় পেলো ইউ পি যোদ্ধা। ম্যাচের ফল ২৭-৪২। টেবিলের তৃতীয় স্থানে থাকা বেঙ্গালুরু বুলসের তুলনায় আপাত দৃষ্টিতে ইউপি যোদ্ধা দুর্বল দল হলেও খেলার ম্যাটে অন্য ছবি দেখা যাচ্ছিল শুরু থেকেই। প্রথম অর্ধেই ১৪-১৯ ব্যবধানে অর্থাৎ ৫ পয়েন্টে এগিয়ে যায় ইউ পি যোদ্ধা। রেইড পয়েন্ট প্রায় সমান হলেও ট্যাকেল পয়েন্টে অনেক এগিয়ে ছিল ইউ পি যোদ্ধা দল। শেষ হাসি হাসল তারাই।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Pro Kabaddi League: পুনের কাছে লজ্জার হার বেঙ্গল ওয়ারিয়র্স দলের, চমকপ্রদ জয় ইউপি যোদ্ধার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement