Prithvi Shaw: ‘বলা হত দ্বিতীয় সচিন, কিন্তু এখন যেন কাম্বলি...’ ! তীব্র ট্রোলিংয়ের এবার জবাব দিলেন পৃথ্বী
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Prithvi Shaw breaks silence on trolls: একটি ইউটিউব চ্যানেলে পৃথ্বী সোজাসুজি বলেছেন, তিনি কীভাবে ‘অনলাইন’ সমালোচনার মোকাবিলা করেন। তিনি স্বীকার করেছেন যে ট্রোলগুলি প্রায়শই তাঁর নজরে আসে ৷
মুম্বই: একসময় সচিন তেন্ডুলকরের সঙ্গে তুলনা করা হত তাঁকে। উচ্চতায় মাস্টার ব্লাস্টারের সঙ্গে মিল ছিল। ছোটখাটো চেহারা। ওপেন করতে নামতেন। দারুণ প্রতিভাবান। ভাল টেকনিকের পাশাপাশি হাতে শটও ছিল। কিন্তু সবই যেন এখন শেষের দিকে ৷ সোমবার আইপিএলের মেগা নিলামে ‘আনসোল্ড’-ই থেকেছেন পৃথ্বী শ ৷
একটি ইউটিউব চ্যানেলে পৃথ্বী সরাসরি বলেছেন, তিনি কীভাবে ‘অনলাইন’ সমালোচনার মোকাবিলা করেন। তিনি স্বীকার করেছেন যে ট্রোলগুলি প্রায়শই তাঁর নজরে আসে ৷ পৃথ্বীর মতে, ‘‘সেই ব্যক্তি যদি আমাকে অনুসরণ না করে, তাহলে সে কীভাবে ট্রোল করবে? তার মানে আমার দিকে তার চোখ আছে, চমৎকার !’’ তিনি আরও বলেন, ‘‘আমি মনে করি ট্রোলিং একটি ভাল জিনিস নয়, তবে এটি এমন কিছু খারাপ জিনিসও নয়।’’
advertisement
advertisement

পৃথ্বী শ বলেন, যে তিনি তার সম্পর্কে করা মিম এবং পোস্টগুলি দেখেন। ‘‘লোকেরা যদি আমার উপর মিম তৈরি করে, আমি তাদেরও দেখতে পাই। আমি মাঝে মাঝে আঘাত পাই ৷ ভাবছিলাম আমি কী ভুল করেছি। আমি জানি আমি কিছু ভুল করেছি কি না। কিন্তু যদি কিছু ভুল না হয়, তাহলে সেটা বলা উচিত ৷’’
advertisement
Prithvi Shaw making some sense, well said! pic.twitter.com/OnbOaQQX69
— Prayag (@theprayagtiwari) November 25, 2024
আনফিট বলে মুম্বইয়ের রঞ্জি ট্রফির দল থেকেও বাদ পড়েন। তাঁর কর্মসংস্কৃতি নিয়েও মাঝেমধ্যেই প্রশ্ন উঠেছে। সেই কারণেই পৃথ্বীকে দলে চায় না কেউই। তাঁর আচরণ নিয়ে বিরক্তি প্রকাশ করেন রিকি পন্টিং, মহম্মদ কাইফ। দু’জনেই দিল্লির সঙ্গে যুক্ত ছিল।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 27, 2024 1:00 PM IST