সেলফি তোলার অনুরোধ রাখেননি পৃথ্বী, বেসবল ব্যাট দিয়ে হামলা মহিলার! বিরাট কান্ড মুম্বইয়ে
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Prithvi Shaw Attacked in Mumbai For Denying Selfie and 8 people have been arrested. সেলফি তোলার অনুরোধ রাখেননি পৃথ্বী, বেসবল ব্যাট দিয়ে হামলা মহিলার! বিরাট কান্ড মুম্বইয়ে
মুম্বই: সেলফি না তুলতে চাওয়ার কারণে ভক্তের হাতে এভাবে লাঞ্ছনা খেতে হবে কেউ ভাবতে পারেনা। কিন্তু সবকিছুই সম্ভব এই যুগে। বুঝতে পারলেন পৃথ্বী শ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে ভারত যে টেস্ট সিরিজ খেলছে, সেই দলে মুম্বইয়ের ক্রিকেটার পৃথ্বীর জায়গা হয়নি। টেস্ট দলের কাছের বৃত্তেও এখন নেই। দ্বিতীয়বার সেলফি নিতে চাননি পৃথ্বী শ।
সেজন্য ভারতীয় ক্রিকেটারের এক বন্ধুর গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠল। ওই ঘটনায় মুম্বই পুলিশের তরফে আটজনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে যে দু'জন ব্যক্তির সঙ্গে দ্বিতীয়বার সেলফি তুলতে রাজি হননি ভারতীয় তারকা তথা মুম্বইয়ের রঞ্জি দলের ওপেনার পৃথ্বী।
Prithvi Shaw selfie controversy: Arrested woman's lawyer claims cricketer was drunk and "hit her with a bat" Read @ANI Story | https://t.co/ohMWdO5wVd#PrithviShaw #Mumbai #SapnaGill pic.twitter.com/gZpYj7WFo0
— ANI Digital (@ani_digital) February 16, 2023
advertisement
advertisement
সেজন্য তাঁর বন্ধুর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে আটজনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ওশিওয়ারা পুলিশ।ওই মহিলা একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত। তাঁকে মেডিক্যাল চেকআপের জন্য পাঠানো হয়েছে। সেইসঙ্গে আরও সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে জানিয়েছে মুম্বই পুলিশ। যে ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। মহিলার নাম স্বপ্না গিল। তাকে গ্রেফতার করা হয়েছে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 16, 2023 10:14 PM IST