President Draupadi Murmu: চমক দেখালেন রাষ্ট্রপতি ! সাইনার সঙ্গে ব্যাডমিন্টন কোর্টে দুরন্ত মেজাজে দ্রৌপদী মুর্মু
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
President Draupadi Murmu Playing Badminton With Saina Nehwal: অলিম্পিক গেমসে পদকজয়ী সাইনা নেহওয়ালের সঙ্গে ব্যাডমিন্টন খেলে চমকে দিলেন তিনি ৷ রাষ্ট্রপতিকে এমন অবতারে দেখে প্রত্যেকেই অবাক ৷
নয়াদিল্লি: শাড়ি ছেড়ে সালোয়ার কামিজ ৷ ব্যাডমিন্টন কোর্টে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৷ অলিম্পিক গেমসে পদকজয়ী সাইনা নেহওয়ালের সঙ্গে ব্যাডমিন্টন খেলে চমকে দিলেন তিনি ৷ রাষ্ট্রপতিকে এদিন এমন অবতারে দেখে প্রত্যেকেই অবাক ৷
বুধবার রাষ্ট্রপতি ভবনের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয় । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ব্য়াডমিন্টন খেলার ওই ভিডিও ক্লিপ সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল এই মুহূর্তে। সেখানে দেখা যাচ্ছে যে অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী সাইনা নেহওয়ালের সঙ্গে ব্যাডমিন্টন খেলায় মেতেছেন দ্রৌপদী মুর্মু। এক গেমে সাইনাকে হারিয়েও দিয়েছিলেন তিনি।
advertisement
advertisement
President Droupadi Murmu’s natural love for sports and games was seen when she played badminton with the much-celebrated player Ms. Saina Nehwal at the Badminton Court in Rashtrapati Bhavan. The President’s inspiring step is in keeping with India’s emergence as a badminton-power… pic.twitter.com/DGjRudbzSc
— President of India (@rashtrapatibhvn) July 10, 2024
advertisement
রাষ্ট্রপতির ব্যাডমিন্টন খেলার দক্ষতাকে প্রত্যেকেই প্রশংসা করেছেন ৷ কাঁধের ওড়না বেঁধে একেবারে ম্যাচের মুডে দেখা গিয়েছে এদিন রাষ্ট্রপ্রধানকে ৷ রাষ্ট্রপতি ভবনের ব্যাডমিন্টন কোর্টে একেবারে পেশাদার খেলোয়াড়ের মেজাজেই এদিন নেমে পড়েছিলেন দ্রৌপদী মুর্মু ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 11, 2024 9:12 AM IST