ঈরণ রায় বর্মন, কলকাতা: ৪ বছর আগের ক্ষত বুকে করে উরুগুয়ের বিরুদ্ধে নামছে পর্তুগাল। সুয়ারেজদের বিরুদ্ধে বদলার ম্যাচে জিততে পারলেই শেষ ১৬-তে রোনাল্ডো বাহিনী। ফেভারিট পর্তুগালের বিরুদ্ধে উরুগুয়ের ভরসা অভিজ্ঞ কাভানি-সুয়ারেজ জুটি।
রোনাল্ডো বনাম সুয়ারেজ। ব্রুনো ফার্নান্দেজ বনাম কাভানি। পর্তুগাল বনাম উরুগুয়ে। গ্রুপ এইচ-এর হাইভোল্টেজ ম্যাচ। ২০১৮ বিশ্বকাপে শেষ ১৬-র লড়াইয়ে উরুগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছিল রোনাল্ডো বাহিনী। উরুগুয়ের পক্ষে স্কোর লাইন ছিল ২-১। জোড়া গোল করেছিলেন কাভানি। চোখের জলে বিদায় নিতে হয়েছিল পর্তুগালকে। ৪ বছর সেই যন্ত্রনা চেপে রেখে মাঠে নামছে পর্তুগাল। রাশিয়া বিশ্বকাপের স্বপ্নভঙ্গের বদলা নিতে মাঠে নামতে তৈরি ফার্নান্দো স্যান্টোসের দল।
আরও পড়ুন- বুধ, সূর্য ও শুক্রের গমন হতে চলেছে একই মাসে! আপনার ভাগ্যে এর কী প্রভাব পড়তে পারে?
কাতারে প্রথম ম্যাচে ঘানার বিরুদ্ধে জয়। রোনাল্ডোর গোল, বিশ্বরেকর্ড। সবই ছিল। তবে লাতিন আমেরিকার দলটির দুশ্চিতাও ছিল। ৩ গোলে দিয়ে হজম করতে হয়েছিল জোড়া গোল। শেষ মুহুর্তে গোলকিপার দিয়েগো কোস্টার ভুলে গোল হজম করতে করতে বাঁচতে হয়েছিল। ঘানা ম্যাচের পর সেই সব ভুল শুধরে নিতে অনুশীলনে ডিফেন্স সংগঠনে বাড়তি জোর দিয়েছেন স্যান্টোস। অন্যদিকে প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে আটকে যাওয়া উরুগুয়ে ৪ বছর আগের রেজাল্ট পুনরাবৃত্তি ঘটাতে মরিয়া। তবে কাভানি, সুয়ারেজদের ধার অনেক কমেছে। নিজেদের শেষ বিশ্বকাপে এই দুই উরুগুয়ে তারকা নিজেকে প্রমাণ করতে চাইবেন।
আরও পড়ুন- মীন রাশিতে রাহুর প্রবেশ, ধনবান হতে চলেছেন এই রাশির জাতক-জাতিকারা
দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম বিশ্ব চ্যাম্পিয়নদের যাবতীয় ছটফটানি চোখে পড়ছে রিয়াল তারকা ফেদেরিকো বালবের্দের খেলায়। তবে প্রথম ম্যাচের খামতি মুছে দিয়ে তৈরি দিয়েগো অ্যালোঞ্জোর দল। জয় ছাড়া কিছুই ভাবছে না উরুগুয়ে শিবির। যদিও বিশেষজ্ঞরা এই ম্যাচ এগিয়ে যাচ্ছে রোনাল্ডোর পর্তুগালকে। এই ম্যাচে পর্তুগাল জিতলে সরাসরি নক আউটে পৌঁছে যাবে। ফলে উরুগুয়ে হারলে নক আউটের রাস্তা কঠিন হবে তাদের জন্য। তাই রোনাল্ডোর বিরুদ্ধে এই ম্যাচে পয়েন্ট চাই উরুগুয়ের। গ্রুপের বাকি দুই দল ঘানা এবং দক্ষিণ কোরিয়াও শেষ ১৬-তে যাওয়ার অন্যতম দাবিদার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।