সেমিতে উঠে সেলিব্রেশন পর্তুগীজদের, হারের দুঃখে বেদনার সুর পোলিশদের

হাসি-কান্নার ইউরো কাপ। একদিনে সেমিফাইনালে উঠে সেলিব্রেশন মুডে পর্তুগিজ সমর্থকরা। অন্যদিকে ইউরো থেকে বিদায়ের দুঃখে বেদনার সুর পোলিশদের মনে।

  • Last Updated :
  • Share this:

    #প্যারিস: হাসি-কান্নার ইউরো কাপ। একদিনে সেমিফাইনালে উঠে সেলিব্রেশন মুডে পর্তুগিজ সমর্থকরা। অন্যদিকে ইউরো থেকে বিদায়ের দুঃখে বেদনার সুর পোলিশদের মনে।

    কারও মুখে হাসি, কারও মুখে কান্না। কেউবা নাচ্ছেন জয়ের আনন্দে, কেউবা কান্নায় ভেঙেপড়েছেন হারের দুঃখে। ইউরোর আসরে এটাই পরিচিত দৃশ্য। শুধু ফ্রান্সেরই নয় দেশ-সীমানার মানচিত্র ছাড়িয়ে হাসি-কান্নার ছবি ছড়িয়ে দেশে-দেশান্তরে। সেই পরিচিত দৃশ্য এবার পোল্যান্ড-পর্তুগালে। ইউরোর শেষ চারে উঠে যেখানে উৎসবের মেজাজ লিসবনে। তখনও পোল্যান্ডের রাজধানী ওয়ারশ-তে কান্নার রোল। স্বপ্ন-ভঙ্গের বেদনা। আট থেকে আশি। সবার চোখের কোনেই জল চিক-চিক করছে।

    লিসবনের ফ্যান জোনে রোনাল্ডোদের ম্যাচ দেখতে হাজির ছিলেন কয়েক হাজার সমর্থক। লেভানডস্কির গোলে পিছিয়ে পড়ার পর সমর্থকদের মুখে হতাশার ছবি স্পষ্ট। তবে স্যাঞ্চেজের ম্যাজিক শটে সমতা ফিরতেই উচ্ছ্বাস। আর টাইব্রেকারে ম্যাচ জিততেই লিসবনের রাস্তা মেরুণ-সবুজে নিমেষে মুড়ে। গেল ৷ সঙ্গে দেদার নাচ তো আছেই আর খাওয়া দাওয়া।

    অন্যদিকে ওয়ারশ-তে পোল্যান্ড ফ্যান জোনে ছবি পাল্টালো পেন্ডুলামের মতো। প্রথমে লেভনডস্কির গোলে এগোনোর আনন্দ স্থায়ী হল মেরেকেটে আধ ঘণ্টার। টাইব্রেকার ম্যাচ হারের সঙ্গে সঙ্গেই ফ্যান জোনে নেমে এল বেদনার সুর। বিদায়ের মাঝেই এখন চার বছরের অপেক্ষা।

    First published:

    Tags: Euro 2016, Euro cup, Football Fans, Poland, Portugal, Supporters