শামিকে খুব পছন্দ করেন প্রধানমন্ত্রী মোদি! বাংলার বোলারকে নিয়ে বললেন এবার 'বড় কথা'

Last Updated:

Mohammad Shami: শামি অস্ত্রোপচারের ছবি পোস্ট করার পরেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাল্টা কৃতজ্ঞতা জানালেন ভারতীয় সুপারস্টার।

কলকাতা: সামির পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী। ১৯ শে নভেম্বর ২০২৩। টানা দশ ম্যাচ জিতেও বিশ্বকাপ ফাইনালে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হার। বিশ্বকাপ জয়ের স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেট দলের।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। ফাইনালে প্রধান অতিথি হয়ে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন- মহম্মদ শামির ‘স্বপ্ন’ শেষ! আইপিএল থেকে আগেই বাদ, এবার আরও ‘খারাপ খবর’
দুরন্ত লড়াইয়ের করেও ফাইনালে হারের পর প্রধানমন্ত্রী নিজেই চলে গিয়েছিলেন ভারতীয় দলের ড্রেসিংরুমে। বিরাট-রোহিতদের সান্ত্বনা দিয়েছিলেন। কান্নায় ভেঙে পড়া শামিকে বুকে জড়িয়ে ধরেছিলেন নরেন্দ্র মোদি। বুঝিয়েছিলেন ভেঙে না পড়ার জন্য।
advertisement
advertisement
পরবর্তী সময়ে সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। শামি তার পরেই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছিলেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন সামি।
তার পর থেকেই শামি এবং প্রধানমন্ত্রীর সম্পর্কটা আরও নিবিড় হয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞ মহল। এবার আরও একবার সেই প্রমাণ মিলল। লন্ডনে গোড়ালির অস্ত্রোপচার করার পর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি সামি পোস্ট করার পরেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী।
advertisement
নিজের এক্স হ্যান্ডেলে মোদি লিখেছেন, “আপনার দ্রুত সুস্থতা কামনা করি। আমার বিশ্বাস আপনি খুব দ্রুত চোট সারিয়ে মাঠে ফিরতে পারবেন। এবং খুব দ্রুত আবার মাঠে নামবেন।”
প্রধানমন্ত্রীর থেকে ব্যক্তিগতভাবে এই শুভেচ্ছা পেয়ে আপ্লুত ভারতীয় তারকা। নরেন্দ্র মোদির শুভেচ্ছা পাওয়ার পরেই কৃতজ্ঞতা জানিয়ে পাল্টা লেখেন সামি।
এক্স হ্যান্ডেলে সামি বলেন, “আপনার শুভেচ্ছা পেয়ে দারুণ অনুভূতি হচ্ছে। তবে আশা করিনি আপনি আমাকে ব্যক্তিগতভাবে এইভাবে শুভেচ্ছা জানাবেন। আপনার শুভেচ্ছা পেয়ে আমি ধন্য। অনেক ধন্যবাদ মোদি স্যর। কঠিন সময় এভাবেই আমার পাশে থাকবেন।”
advertisement
আরও পড়ুন- বাইক চালকদের ‘হিরোগিরি’ আটকাতে বাংলার পুলিশে রোহিত শর্মা! ব্যাপারটা কী
সোমবার লন্ডনে তারকা পেসারের অস্ত্রোপচার সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। আপাতত সপ্তাহখানেক সেখানেই থাকবেন সামি। মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে ভারতে ফেরার কথা। আইপিএলে তিনি খেলছেন না তা একপ্রকার চূড়ান্ত।
শুধু তাই নয়, বোর্ড সূত্রে খবর, বিশ্বকাপেও সামি অনিশ্চিত। বছরের শেষ দিকে ভারত-অস্ট্রেলিয়া সিরিজে মাঠে ফিরতে পারেন। ভারতের সুপারস্টারকে নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ বিসিসিআই।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
শামিকে খুব পছন্দ করেন প্রধানমন্ত্রী মোদি! বাংলার বোলারকে নিয়ে বললেন এবার 'বড় কথা'
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement