এক ওভারে ১৬ রান, গ্যালারিতে হাউ হাউ করে কাঁদলেন বৃদ্ধ! ছবি ভাইরাল
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Old man crying after India beaten by Australia at T20 in Mohali goes viral. এক ওভারে ১৬ রান, গ্যালারিতে হাউ হাউ করে কাঁদলেন বৃদ্ধ! ছবি ভাইরাল
#মোহালি: ভারতবর্ষে ক্রিকেটারদের মানুষ নয়, প্রায় ঈশ্বর রূপে পূজা করা হয়। সম্মানের থেকে বেশি সম্মান দেওয়া হয় কাউকে। কেউ আবার পর্দার আড়ালেই থেকে যান। এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটে সবচেয়ে বড় ভিলেনের নাম ভুবনেশ্বর কুমার। এশিয়া কাপে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রচুর রান দিয়ে দেশকে হারিয়ে দিয়েছিলেন।
আরও পড়ুন - চাকদা এক্সপ্রেস সিনেমার জন্য অনুষ্কা পরামর্শই নেননি বিরাটের! কারণ খোলসা করলেন কোহলি
মহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৪ ওভারে মোট ৫২ রান দিলেন। ১৯ তম ওভারে ১৬ রান সঙ্গে তিনটি বাউন্ডারি। ভুবনেশ্বর কুমারকে মেরে ছাতু করে দিলেন অস্ট্রেলিয়ার উইকেট রক্ষক ব্যাটসম্যান ম্যাথু ওয়েড। গ্যালারিতে ক্যামেরা প্যান করতেই দেখা গেল এক বৃদ্ধ দুহাতে চোখ চাপা দিয়ে হাউ হাউ করে কেঁদে চলেছেন।
advertisement
জায়ান্ট স্ক্রিনে সেই দৃশ্য দেখার পর রোহিত শর্মা পর্যন্ত দুঃখ পেলেন। কপিল দেব এবং সুনীল গাভাসকরদের মত কিংবদন্তি ক্রিকেটাররা আস্থা দেখিয়েছিলেন তার ওপর। ভুবনেশ্বর কুমার নাকি টি-টোয়েন্টি বিশ্বকাপে অটোমেটিক চয়েজ। কিন্তু যত দিন যাচ্ছে তিনি চিন্তা বাড়িয়ে দিচ্ছেন ভারতীয় দলের।
advertisement
Mohali T20I: India lose to Australia by four wickets. Australia take 1-0 lead in three-match T20I series. pic.twitter.com/Ju5GgyKNX3
— ANI (@ANI) September 20, 2022
advertisement
মহম্মদ শামিকে স্ট্যান্ডবাই রেখে তাকে মূল দলে রাখার দাম দিতে হবে না তো? এটাই এখন ভারতীয় সমর্থকদের সবচেয়ে বড় প্রশ্ন। কোটি কোটি ভারতীয় সমর্থকদের মধ্যে ওই বৃদ্ধ একজন। এদের জন্যই ক্রিকেট। এদের জন্যই আজ ক্রিকেটাররা তারকা, কোটি কোটি টাকার মালিক।
ভুবনেশ্বর কুমারের গালাগাল খাওয়াটা যতটা স্বাভাবিক, ততটাই অস্বাভাবিক টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে তাকে রাখা ভারতীয় বোর্ডের সিদ্ধান্ত। ওই বৃদ্ধ মাঠে ছিলেন। তার কান্নার ছবি ধরা পড়েছে। এরকম অনেক মানুষ ভেঙে পড়েছেন ভুবনেশ্বরের জঘন্য পারফরমেন্স দেখে। তারাও হয়তো ঘরের কোনে চোখের জল ফেলেছেন। সমান গালাগাল খাচ্ছেন ভারতীয় নির্বাচকরা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 21, 2022 9:24 PM IST