কোন মডেলের প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভারতীয় ওপেনার লোকেশ রাহুল ?

গার্লফ্রেন্ড বাছাইয়ের কাজে কিন্তু তিনি অধিনায়ক বিরাট কোহলির থেকে কোনও অংশেই কম নন ৷

  • Share this:

    #ডাম্বুলা: তিনি ভারতীয় দলের স্কোয়াডে নিয়মিত সদস্য এখনও হয়ে উঠতে পারেননি ৷ ওপেনিং স্লট নিয়ে টিম ইন্ডিয়ায় নানা সময়েই পরীক্ষা-নিরীক্ষা চলে ৷ বহুদিন পর দলে ফিরেই হাফ-সেঞ্চুরি করেন ৷ তিনি ভারতের ওপেনার লোকেশ রাহুল ৷ গার্লফ্রেন্ড বাছাইয়ের কাজে কিন্তু তিনি অধিনায়ক বিরাট কোহলির থেকে কোনও অংশেই কম নন ৷ রাহুলের ‘হট’ গার্লফ্রেন্ডের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভালমতোই ছড়িয়ে পড়েছে ৷ ভারতীয় ওপেনার এখন এই মডেলের প্রেমে একেবারে হাবুডুবু !

    গার্লফ্রেন্ডের নাম এলিকজার নাহার ৷ একটি বিখ্যাত স্পোর্টস শো-এর সঞ্চালিকা তিনি ৷ বেশ কয়েকবছর আগেই তাঁর সঙ্গে আলাপ হয় রাহুলের ৷ নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখতেও চাননি রাহুল এবং এলিকজার দু’জনেই ৷ আইপিএল ময়দান থেকে জনপ্রিয় টিভি শো, সর্বত্রই বান্ধবীর সঙ্গে একবার না একবার দেখা গিয়েছে রাহুলকে।

    KL-Rahul-and-Elixir-Nahar

    First published:

    Tags: Cricket, Elixir Nahar, Girlfriend, K.L Rahul