#ডাম্বুলা: তিনি ভারতীয় দলের স্কোয়াডে নিয়মিত সদস্য এখনও হয়ে উঠতে পারেননি ৷ ওপেনিং স্লট নিয়ে টিম ইন্ডিয়ায় নানা সময়েই পরীক্ষা-নিরীক্ষা চলে ৷ বহুদিন পর দলে ফিরেই হাফ-সেঞ্চুরি করেন ৷ তিনি ভারতের ওপেনার লোকেশ রাহুল ৷ গার্লফ্রেন্ড বাছাইয়ের কাজে কিন্তু তিনি অধিনায়ক বিরাট কোহলির থেকে কোনও অংশেই কম নন ৷ রাহুলের ‘হট’ গার্লফ্রেন্ডের ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভালমতোই ছড়িয়ে পড়েছে ৷ ভারতীয় ওপেনার এখন এই মডেলের প্রেমে একেবারে হাবুডুবু !
গার্লফ্রেন্ডের নাম এলিকজার নাহার ৷ একটি বিখ্যাত স্পোর্টস শো-এর সঞ্চালিকা তিনি ৷ বেশ কয়েকবছর আগেই তাঁর সঙ্গে আলাপ হয় রাহুলের ৷ নিজেদের সম্পর্ক লুকিয়ে রাখতেও চাননি রাহুল এবং এলিকজার দু’জনেই ৷ আইপিএল ময়দান থেকে জনপ্রিয় টিভি শো, সর্বত্রই বান্ধবীর সঙ্গে একবার না একবার দেখা গিয়েছে রাহুলকে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cricket, Elixir Nahar, Girlfriend, K.L Rahul