‘‘ মানুষই ভুল করে... সেই ভুল থেকেই শিক্ষা নেয়...’’ হার্দিকদের পাশে সৌরভ

  • Last Updated :
  • Share this:

    #মুম্বই: টিভি শোয়ে বেলাগাম অশালীন মন্তব্য করার পর এখন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও লোকেশ রাহুলের কেরিয়ার নিয়েই উঠছে প্রশ্ন ৷ আপাতত দুই ক্রিকেটারকে সাসপেন্ড করা হলেও কতদিন তাঁদের মাঠের বাইরে থাকতে হবে, তা নিয়ে সংশয় রয়েছে ৷

    হার্দিকরা ভুল করলেও তাঁদের অবশ্য পাশেই দাঁড়িয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় ৷ মুম্বইয়ে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সৌরভ বলেন, ‘‘ মানুষ মাত্রই ভুল হয়। আবার সেই ভুল থেকে শিক্ষা নিয়েই ভাল মানুষ হয়ে ফিরে আসা যায়। তাই এই ঘটনা নিয়ে বেশি আলোচনার প্রয়োজন নেই। আমরা সকলেই রক্তমাংসের মানুষ। যন্ত্র নই যে, সব সময়ে সবকিছু নিখুঁত হবে। তবে এটা খেয়াল রাখতে হবে যে ভবিষ্যতে যেন ভুলের পুনরাবৃত্তি না হয়। অধিকাংশ ক্রিকেটারই খুব বিনয়ী এবং ভাল মানুষ হয়। তাদের থেকে একটা-দু’টো ভুল হতেই পারে। আমি ব্যক্তিগত ভাবে অনেক ক্রিকেটারকে চিনি। এরা মধ্যবিত্ত পরিবার থেকে লড়াই করে আজ এই জায়গায় উঠে এসেছে। ফলে মানুষ হিসেবে এরা অনেক ভাল।’’

    এই প্রজন্মের ক্রিকেটাররা সেভাবে শৃঙ্খলাপরায়ণ হন না ৷ এমন অভিযোগও উঠছে ৷ এই বিষয়টিতেও একমত নন সৌরভ ৷ তাঁর মতে, ‘‘ হার্দিকদের চোখের সামনেই বিরাটের মতো একজন রোল মডেল রয়েছে ৷ এই দেশের ক্রিকেটাররা অত্যন্ত ভাগ্যবান যে সুনীল গাভাস্কর, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলিদের মতো একের পর এক রোল মডেলকে বিভিন্ন সময় সামনে পেয়েছেন তাঁরা ৷ ’’

    First published:

    Tags: Hardik Pandya, K.L Rahul, Sourav Ganguly